• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি দিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে ভারতী, কড়া জবাব দিলেন হর্ষ

সুশান্তের মৃত্যুর পর থেকে ড্রাগ সম্পর্কিত কাণ্ডের জেরে টানা জলঘোলা হয়েছে বলিপাড়ায়। ড্রাগ তালিকায় সম্প্রতি নতুন নাম হিসেবে যোগ হয়েছে ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিমবাচিয়ার নাম। সোনি টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ থেকে যে ভারতীকে সরিয়ে দেওয়া হয়নি, সে বিষয়ে কৃষ্ণা অভিষেক বিবৃতি দিলেও নিন্দুকেরা এইবার আক্রমণ করছে ভারতী ও হর্ষের সোশ্যাল হ্যান্ডেলে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে স্ত্রী ভারতীর সাথে তিনটি ছবি ছাড়েন হর্ষ লিমবাচিয়া। ক্যাপশনে হর্ষ লেখেন, “যখন আমরা একসাথে থাকি, আর কোনো কিছুরই দরকার লাগে না।” ভারতী-হর্ষ ফ্যান-ফলোয়ার এবং আত্মীয়পরিজন বা বন্ধুমহল থেকে যথেষ্ট ভালোবাসা পেয়েছেন, কিন্তু ওই ছবির অধিকাংশ কমেন্টেই তাঁদের গ্রেপ্তারির বিষয়ে নানা কটূক্তির উল্লেখ করেছেন নেটিজেনরা। সম্প্রতি ভারতী ও হর্ষের অন্ধেরির বাড়ি ও ভার্ষভা প্রোডাকশন হাউস তল্লাশি করার সময়ে প্রায় ৮৬.৫ গ্রাম গঞ্জিকা উদ্ধার করে নারকটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবি ওই যুগলকে গ্রেপ্তার করলেও পরে জামিনে তাঁরা মুক্তি পান। বলিপাড়ায় এ নিয়ে যথেষ্ট হইচই হয়।

   

ইনস্টাগ্রামের ওই পোস্টে এক নেটিজেন ভারতী-হর্ষকে বয়কটের দাবি তোলেন। হর্ষ জবাবে বলেন, “তাহলে তাই করুন।” অপর এক নকল প্রোফাইল থেকে হর্ষের ছবিতে লেখা হয়, “এইসব নেশাখোর ড্রাগপ্রেমীদের বয়কট করতে গেলে কপিল শর্মা শো-ও বয়কট করা উচিত।” উত্তরে হর্ষ লেখেন, “যদি মনে করেন যে আপনার মুখ সবার সামনে দেখানোর যোগ, তাহলে আগে আপনি নিজের ছবি প্রোফাইল পিকচারে দিন!” নেটিজেনদের হেন ব্যবহারে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এই বলি-যুগল।

নেটিজেনদের বয়কটমনস্কতার মাঝেও হর্ষ-ভারতীর ছবিতে ভালোবাসা জানিয়েছেন প্রিয়াঙ্ক শর্মা, শিখা সিং, করণ সিং ছাবড়া, সুনয়না ফোজদার-প্রমুখ বলিতারকারা। কপিল শর্মা শো থেকে ভারতীর বহিষ্কারের ব্যাপারে কৃষ্ণা বলেছেন, “চ্যানেল কর্তৃপক্ষের থেকে এমন কোনো সিদ্ধান্তের খবর আমরা পাইনি। যদি কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্তও নেয়, আর কেউ থাকুক বা না থাকুক, আমি ভারতীর পাশে দাঁড়াব। যা হওয়ার তা হয়ে গেছে, সব ভুলে ভারতীকে কাজে ফেরার সুযোগ দেওয়া উচিত।” যদিও ড্রাগকান্ড ঘিরে যেভাবে বলিউডকে বয়কটের ডাক তুলেছিল মানুষ, তাতে হর্ষ-ভারতীকে এত সহজে ক্ষমা করে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, সে বিষয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।