• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমার পর এবার সিরিয়ালেও চুরি! সম্প্রচারের আগেই ফাঁস হচ্ছে পর্ব, ক্ষুব্ধ নির্মাতারা 

বিনোদন আর সিরিয়াল যেন দিনে দিনে একে অপরের পরিপূরক হয়ে উঠছে। এখনকার দিনে সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলে না দর্শকদের। তবে সময়ের সাথে সাথে বদলে গিয়েছে দর্শকদের রুচি এবং চাহিদা। তাই শুধু সিরিয়ালের বিষয়বস্তু কিংবা চরিত্রে নয় বদল আসছে সিরিয়ালেও। প্রসঙ্গত এমন অনেক দর্শকই রয়েছেন যারা রোজকার ব্যস্ত ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবনে সিরিয়াল দেখার ইচ্ছা থাকলেও সময় করে টিভি সামনে বসে পছন্দের সিরিয়ালতও দেখার সুযোগ পান না।

তাই তাদের কথা ভেবেই এখনকার দিনে অত্যন্ত সুবিধা জনক মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)। টাকা দিয়ে  সাবস্ক্রাইব নিতে হলেও এর অন্যতম সুবিধা হল মুঠোয় বন্দি স্মার্টফোনেতেই যেখানে খুশি যখন খুশি বসে দেখা যায় পছন্দের সিরিয়ালের পর্ব। কিন্তু মুদ্রার উল্টো পিঠের মতো সব ভালোরই মন্দ দিকও রয়েছে। তাই স্মার্টফোন দেখতে যতই স্মার্ট হোক না কেন তার ব্যবহারেও গলদ থেকেই যায়।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,লীনা গাঙ্গুলী,Leena Ganguly,ওটিটি প্ল্যাটফর্ম,OTT Platform,পাইরেসি,Piracy,সোশ্যাল মিডিয়া,Socail Media

এমনিতে আজকের দিনে স্মার্টফোন প্রায় সকলের কাছেই অত্যন্ত সহজলভ্য হয়ে উঠছে। তার সাথে সাথেই মাথা চাড়া দিয়ে উঠছে বিভিন্ন ধরণের অপরাধ প্রবণতা। আসলে স্মার্টফোন মানে শুধু কিন্তু তার ভালো দিকই নেই সাথে রয়েছে বেশ কিছু খারাপ দিকও। যার মধ্যে অন্যতম গুরুতর একটি অপরাধ হল পাইরেসি (Piracy)। এতদিন এই পাইরেসি অর্থাৎ চুরি কথাটা শুধু সিনেমা কিংবা ওয়েব সিরিজের ক্ষেত্রে শোনা যেত। এখন এই অপরাধমূলক কাজ দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালের ক্ষেত্রেও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,লীনা গাঙ্গুলী,Leena Ganguly,ওটিটি প্ল্যাটফর্ম,OTT Platform,পাইরেসি,Piracy,সোশ্যাল মিডিয়া,Socail Media

সাধারণত প্রতিদিন সন্ধ্যা থেকেই  টিভির পর্দায় সম্প্রচারিত হয় সিরিয়ালের পর্ব। তবে ওটিটি  প্ল্যাটফর্মের সাক্সস্ক্রিপশন নেওয়া থাকলে সেই সিরিয়াল সন্ধ্যার আগেই মানুষজন সকাল থেকেই দেখতে পান ওটিটি  প্ল্যাটফর্মে। আর এমন অনেকেই  আছেন যারা ওটিটি  প্ল্যাটফর্মে দেখানোর পরেই সেই এপিসোড চুরি করে তা ফেসবুকের বিভিন্ন পেজে আপলোড করে দেয় টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার অনেক আগেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,লীনা গাঙ্গুলী,Leena Ganguly,ওটিটি প্ল্যাটফর্ম,OTT Platform,পাইরেসি,Piracy,সোশ্যাল মিডিয়া,Socail Media

আসলে এক একটা সিরিয়াল বানাতে প্রচুর অর্থ এবং সময় দুইই ব্যয় হয় সিরিয়ালের নির্মাতাদের। আর এখনকার দিনে সিরিয়াল মানেই একপ্রকার বিনোদনের ব্যবসা।  তাই এই ভাবে সিরিয়ালের পর্ব টিভিতে সম্প্রচারের আগেই মানুষ যদি বিনা পয়সায় সোশ্যাল মিডিয়ার (Socail Media) বিভিন্ন পেজে দেখে নেন তাহলে তার ব্যাপক ক্ষতিকারক প্রভাব পরে সিরিয়ালের টি আর পির ওপর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,লীনা গাঙ্গুলী,Leena Ganguly,ওটিটি প্ল্যাটফর্ম,OTT Platform,পাইরেসি,Piracy,সোশ্যাল মিডিয়া,Socail Media

বিষয়টি নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন জনপ্রিয় প্রযোজক তথা চিত্রনাট্য লেখিকা লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। ঘটনাটির তীব্র নিন্দা করে তিনি বলেছেন ‘এটা অপরাধমূলক কাজ। এমনটা কাম্য নয়’। এমনকি এর জন্য  আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে অপরাধীকে ধরার কথাও বলেছেন তিনি। উল্লেখ্য এই পিরেসী আটকানোর একটাই উপায় তা হল ওটিটি প্ল্যাটফর্মের আগে টিভিতে সিরিয়ালের সম্প্রচার আগে করা। কিন্তু  লেখিকা জানিয়েছেন এটা সম্পূর্ণ চ্যানেল কর্তৃপক্ষের বিষয়।