• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আফ্রিকাতে মিঠাই! দেশের গন্ডী ছাড়িয়ে বিদেশেও জয়জয়কার বাংলা সিরিয়ালের, গর্বিত মিঠাই ভক্তরা

বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী  দর্শকদের কাছে ‘মিঠাই’ (Mithai) শুধুমাত্র একটা সিরিয়াল নয়। এই সিরিয়ালের সাথেই ওতোপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের আবেগ। এই সিরিয়ালের ভক্তরা মাঝেমধ্যে নিজেদের মধ্যে বলাবলিও করে বাংলা সিরিয়ালের ইতিহাসে মিঠাই একটি মাইলস্টোন।

তাই টি আর পি তালিকার নম্বর  দিয়ে নয় ২ বছর পেরিয়ে গিয়ে আজও দর্শকদের ভালোবাসাই এই  সিরিয়ালের একমাত্র মাপকাঠি। বাংলায় মিঠাইরানীর জনপ্রিয়তা আজও কমেনি এক ফোঁটা। সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যান পেজ গুলির দিকে তাকালেই আঁচ পাওয়া যায় দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা ঠিক কতখানি।

   

Mithai serial Mithai

দর্শকদের ভালোবাসায় ইতিমধ্যেই ২ বছর পেরিয়েছে এই সিরিয়ালের বয়স। এই ২ বছরে মিঠাইরানির মোদক পরিবারের প্রত্যেক সদস্যকেই বড্ড আপন করে নিয়েছেন দর্শক। দেখতে এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীরাই হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মানুষ। ধারাবাহিকে নায়িকা মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু এবং সিদ্ধার্থ চরিত্রে আদৃত রায়-এর অভিনয় বিরাট ছাপ ফেলেছে দর্শকমহলে।

তাই ধারাবাহিকের একেবারে শুরু থেকেই মিঠাই সিদ্ধার্থ মানেই দর্শকদের একেবারে নয়নের মণি। এই সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তারা। সেইসাথে দর্শকদের অফুরান ভালোবাসা আর আশীর্বাদ তো রয়েইছে। তবে শুধু মিঠাই-সিদ্ধার্থই নয় দর্শকরা কিন্তু দুহাত ভরে ভালোবাসা দিয়েছেন হল্লা পার্টি সহ মোদক পরিবারের  বাকি সদস্যদেরও।

Siddhartha Mithai

এই সিরিয়ালের সুবাদেই অভিনেতা-আভিনেত্রীদের ঝুলিতে এসেছে এক গুচ্ছ পুরস্কার। একটা সময় টানা ৫৪ সপ্তাহ বেঙ্গল টপার (Bengal Topper )হয়ে নতুন রেকর্ড গড়েছিল মিঠাই। আজ পর্যন্ত যার ধরে কাছে পৌঁছতে পারেনি কেউ। যা বরাবরই মিঠাই ভক্তদের কাছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,আফ্ৰিকা,Africa,ভালোবাসা সহজ নয়,It's Not Easy To Love

এছাড়া বহুদিন আগেই বাংলার গন্ডি ছাড়িয়ে মিঠাইয়ের জনপ্রিয়তা পৌঁছে গিয়েছে জাতীয় স্তরেও। আর এবার স্থান-কাল-পাত্র, সহ দেশের সীমানা পেরিয়ে মিঠাই এখন দেখা যাবে সুদূর আফ্রিকাতেও। সেখানকার টিভি চ্যানেল ‘জী ওয়ার্ল্ড আফ্রিকা’-তে বাংলা সিরিয়াল মিঠাই সম্প্রচারিত হচ্ছে  “It’s Not Easy To Love” নামে। যা নিঃসন্দেহে মিঠাই ভক্তদের কাছে বড় পাওনা।