• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল থেকে সিনেমা, ২৬ বছর ধরে দর্শকদের প্রিয় মা-শাশুড়ি! রইল তুলিকা বসুর অভিনয়ে আসার কাহিনী

বাংলা সিরিয়াল (Bengali Serial) হোক বা সিনেমা এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা দীর্ঘদিন ধরেন দর্শকদের বিনোদনের জন্য কাজ করে চলেছেন। আর এই সমস্ত তারকাদের মধ্যে কিছুজন দর্শকদের কাছে খুবই প্রিয়। প্রিয় মানে যে শুধু নায়ক বা নায়িকরাই হয় তা কিন্তু একেবারেই না। বরং পার্শ্বচরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে জায়গা করেছেন এমন বহু শিল্পী রয়েছেন। আজ এমনই একজন অভিনেত্রী তুলিকা বসুর (Tulika Basu) সম্পর্কে কথা বলব।

সামান্য গৃহবধূ থেকে অভিনয়ের জগতে এসেছিলেন অভিনেত্রী। সিরিয়াল সিনেমা সর্বত্রই নিজেরই অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি। অভিনেত্রী আজ থেকে ২৬ বছর আগে, যেটা হয়তো অনেকের কাছেই অজানা। আজ আপনাদের কাছে গৃহবধূ থেকে অভিনেত্রী তুলিকা বসু হওয়ার কাহিনীই তুলে ধরব।

   

Tulika Basu,Bengali Actress,Tollywood Actress,Tulika Basu Life Story,তুলিকা বসু,বাঙালি অভিনেত্রী,সিরিয়াল অভিনেত্রী,তুলিকা বসুর জীবন কাহিনী

সালটা ১৯৯৬, অভিনেত্রী হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন তুলিকা বসু। সিরিয়ালের মধ্যে দিয়েই প্রথম অভিনয়ে আসা। প্রথম সিরিয়াল ছিল ‘এবার জমবে মজা’। তবে সিরিয়াল দিয়ে পথ চলা শুরু করলেও শীঘ্রই মিলেছিল রুপোলী পর্দায় কাজের সুযোগ। কিন্তু শুরুর সুযোগ এল কিভাবে? চলুন সেই কাহিনী জেনে নেওয়া যাক।

অভিনেত্রীর মেসোমশাই ছিলেন স্ক্রিপ্ট রাইটার প্রীতম মুখোপাধ্যায়। টলিপাড়ার পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর সাথে তার বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সময় পেলে পরিচালক বন্ধুর ছবিও দেখতে নিয়ে যেতেন মেসো মশাই। এরপর পরিচালকের সাথে বন্ধুত্বের জেরেই আসে ‘এবার জমবে মজা’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ।

Tulika Basu,Bengali Actress,Tollywood Actress,Tulika Basu Life Story,তুলিকা বসু,বাঙালি অভিনেত্রী,সিরিয়াল অভিনেত্রী,তুলিকা বসুর জীবন কাহিনী

প্রথম সিরিয়ালের বেশ জনপ্রিয়তা মিলেছিল, তাই কাজ শেষ হলে খুব বেশি অপেক্ষা করতে হয়নি পরবর্তী কাজের জন্য। প্রথম সিরিয়ালের পর ‘মহাপ্রভু’ সিরিয়ালের জন্য প্রস্তাব আসে। কিন্তু ততদিনে গৃহবধূ অভিনেত্রী মা হয়েছেন, আর ছেলেও অনেকটাই ছোট। তাই শুরুতে বেশ চিন্তায় পড়েগিয়েছিলেন। ছেলেকে সামলে কিভাবে কাজ করবেন!

এই সময় শ্বশুরবাড়ির লোক থেকে স্বামী দাঁড়িয়েছিলেন, তাই অভিনয়ের কাজ চালু থাকে। এরপর কে আপন কে পর সিরিয়ালেও দেখা গিয়েছিল তাঁকে। এমনকি টলিউডের ছবির প্রস্তাবও আসতে থাকে। অন্তরসত্তা, রং রুট, এর মত সিনেমা থেকে শুরু করে একাধিক বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে মূলত মা কিংবা কাকিমা গোছের চরিত্রেই বেশি দেখা গিয়েছে তুলিকা বসুকে।

Tulika Basu,Bengali Actress,Tollywood Actress,Tulika Basu Life Story,তুলিকা বসু,বাঙালি অভিনেত্রী,সিরিয়াল অভিনেত্রী,তুলিকা বসুর জীবন কাহিনী

দেব ও শুভশ্রী অভিনীত চ্যালেঞ্জ সিনেমায় শুভশ্রীর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০২১ সালেও দেবের গোলন্দাজ ছবিতে মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তুলিকা বসুকে। নায়িকার চরিত্রে খুব একটা দেখা না গেলেও নিজের অভিনয় দিয়ে স্বমহিমায় দর্শকদের কাছে জনপ্রিয় তিনি।