বিবাহিত মহিলা, তারওপর এক সন্তানের মা? তাহলে ভুলে যান অভিনেত্রী হওয়ার স্বপ্ন! একটু খোঁজ নিয়ে দেখলে জানা যাবে আজও এমনই নানা ধরনের অযৌক্তিক প্রশ্নের মুখোমুখি পড়তে হয় একাধিক অভিনেত্রীদের। শুধু তাই নয় ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা অভিনয়ের ডাক পেলেও সংসার সন্তান সামলে বিয়ের পর ইচ্ছা থাকলেও নানা কারণে নিজের পছন্দের পেশায় ফিরে আসতে নানান বাধার মুখে পড়েন।
তবে ব্যাতিক্রমী আছেন অনেকেই। যারা ফিরে আসেন স্বমহিমায়। বাংলা ইন্ডাস্ট্রির তেমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঙ্কিতা মজুমদার (Ankita Majumdar)। বিয়ে, সংসার, সন্তান সামলে প্রায় ২ বছর পর ফের একবার নিজের পছন্দের পেশায় ফিরে এসেছেন তিনি। জি বাংলার পর্দায় সদ্য শুরু হওয়া নতুন সিরিয়াল ‘গৌরী এল’-(Gouri Elo)তে সংবাদ পাঠিকা ‘আনন্দী’ হয়ে ফিরেছেন তিনি।
সিরিয়ালের নায়ক ঈশানের ছোট বৌদির চরিত্রে দেখা যাচ্ছে তাকে। অভিনেতা দ্বৈপায়ন দাসের বিপরীতে বাড়ির ছোট বউয়ের চরিত্রে দেখা অভিনয় করছেন অঙ্কিতা। একরত্তি মেয়েকে বাড়িতে রেখেই অভিনয়ে ফিরেছেন তিনি। এতদিন নিজের হাতেই তিনি মেয়ের সব দায়িত্ব পালন করতেন। তাই এতদিন একাধিক অফার পেয়েও ফিরিয়ে দিলেও আনন্দীর চরিত্র টা আর ফিরিয়ে দিতে পারেননি অঙ্কিতা।
কারণ হিসাবে সংবাদমাধ্যমে অভিনেত্রী নিজেই জানান ‘‘নিজে অভিনয় থেকে দূরে। প্যাশন থেকে দূরে থাকার কষ্ট ভীষণ ভাবে অনুভব করেছি। তাই আনন্দীর চরিত্রে ডাক পাওয়ার পরে দ্বিতীয় বার ভাবিনি। গত দু’বছরে নানা ধরনের কাজের কথা হয়েছে। চরিত্র পছন্দ হয়নি। এই চরিত্রটিই আমার খুব কাছের। আনন্দী আমারই মতো সংসার-সন্তান সামলাতে গিয়ে পেশা থেকে দূরে। তাই আনন্দীকে জীবন্ত করতে গিয়ে নিজের অভিজ্ঞতাও কাজে লাগাতে পারব।’’
তাই পছন্দের চরিত্রে অভিনয় করতে গিয়ে আপাতত নিজের দেড় বছরের সন্তানকে শ্বশুর-শাশুড়ির কাছেই রেখে আসছেন অঙ্কিতা। তবে মেয়েকে ছেড়ে রেখে অভিনয় করা এতটাও সহজ ছিল না অঙ্কিতার কাছে। তাই মেয়ের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলে ওঠেন, ‘‘খুব মন খারাপ করে মেয়ের জন্য। দেড় বছর ধরে নিজের হাতে সব করেছি। ওর বেড়ে ওঠার সাক্ষী। কাজে ফিরে যত খুশি ততটাই দুশ্চিন্তায় কাটে প্রতি মুহূর্ত।’’