• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনা ছিল বড় পছন্দের, ছবিতে সোনার গয়না দিয়ে সাজিয়ে বাপ্পি লাহিড়ির শ্রাদ্ধানুষ্ঠান ছেলে বাপ্পার

দেখতে দেখতে দু সপ্তাহ হতে চলল আমাদের ছেড়ে চলে গিয়েছেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। তাঁর মৃত্যুটা এখনও মেনে নিতে পারেননি অনেকেই। তবে বাস্তব তো আর পাল্টে দেওয়া যায় না। গতকাল হিন্দু রীতি মেনে সম্পন্ন হল গায়ক তথা সুরকারের শ্রাদ্ধানুষ্ঠান। ছেলে বাপ্পা লাহিড়ি (Bappa Lahiri) মুম্বাইয়ের বাড়িতেই সম্পন্ন করল বাবার পরোলৌকি ক্রিয়া।

কাজের সমস্ত নিয়ম মেনেই হয়েছে শ্রাদ্ধানুষ্ঠান। ছেলে বাপ্পা লাহিড়ী মাথার সমস্ত চুল মুন্ডন করিয়েছেন। ইতিমধ্যেই শ্রাদ্ধ অনুষ্ঠানের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে সাদা ধুতি আর গেরুয়া উত্তরীয় পরে দেখা গিয়েছে ছেলেকে। এছাড়াও ভিডিওতে ব্যাক গ্রাউন্ডে শোনা যাচ্ছে হরিনাম সংকীর্তনের শব্দ। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে ছেলেকে।

   

Bappi Lahiri,Bappa Lahiri,Bappi Laihiri Last Rituals,বাপ্পি লাহিড়ী,বাপ্পি লাহিড়ি শ্রাদ্ধনুষ্ঠান,Bappi lahiri Last Rituals video

এদিন অনুষ্ঠানে একাধিক অতিথিরা উপস্থিত হয়েছিলেন। বলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিনোদনের সাথে যুক্ত একাধিক ব্যক্তিত্বরা প্রিয় মানুষ বাপ্পি লাহিড়ির পরলৌকিক ক্রিয়ায় এসেছিলেন। দেখা মিলেছে ‘অনুপমা’ অভিনেত্রী রুপালি গাঙ্গুলির। এর আগেও অবশ্য একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল বাপ্পি লাহিড়ির স্মৃতিতে। সেখানেও বলিউডের একাধিক তারকারা হাজির হয়েছিলেন।

Bappi Lahiri,Bappa Lahiri,Bappi Laihiri Last Rituals,বাপ্পি লাহিড়ী,বাপ্পি লাহিড়ি শ্রাদ্ধনুষ্ঠান,Bappi lahiri Last Rituals video

বেঁচে থাকতে সোনা পড়তে খুবই ভালো বাস্তেন বাপ্পি লাহিড়ী। সর্বদাই তাকে গা ভর্তি সোনার গয়না পরেই দেখা যেত। সাথে সর্বদাই থাকতো চোখে কালো চশমা। ছোট থেকে ছেলে বাপ্পাও বাবাকে এমন ভাবে দেখেই অভ্যস্ত। তাই বাবার পরলৌকিক ক্রিয়াতেও সোনার গয়না দিয়ে সাজানো হয়েছিল ছবি।

কিছুদিন আগেই বাবার স্মৃতি সম্পর্কে বলতে গিয়ে ছেলে বাপ্পা জানান, একসময় বাবার জন্য স্কুলে বন্ধুরা মজা করত। কারণ দিন হোক বা রাত সর্বদাই চোখে ব্ল্যাক সানগ্লাস থাকতো। তাছাড়া সোনার গয়না থেকে একটু আলাদা পোশাক পড়া নিয়েও অনেকেই ঠাট্টা করত।

প্রসঙ্গত, গতমাসের ১৫ই ফেব্রুয়ারি প্রয়াত হন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। হাসপাতালের বিছানাতেও গানের চর্চা চলত। আঙ্গুল দিয়ে বাজনা আর  গলায় গান ছিল বাপ্পি লাহিড়ীর সর্বদা সঙ্গী। এরপর ১৪ই ফেব্রুয়ারি বাড়ি ফিরলেও আবারও অবনতি হয় স্বাস্থ্যের। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙলির প্রিয় গায়ক বাপ্পি লাহিড়ি।