• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ছক ভাঙা সব্যসাচী! অভিনয় থেকে বিরতি মিলতেই নতুন রূপে ফিরছেন বামাক্ষ্যাপা অভিনেতা

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ছকভাঙা একজন অভিনেতা হলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। বর্তমানে অভিনয় জগতের সাথে যুক্ত থাকলেও, ইতিপূর্বে একাধিকবার পেশা বদলেছেন স্বেচ্ছায়। কিছুদিন আগেই টিভির পর্দায় শেষ হয়েছে অভিনেতার দীর্ঘ তিন বছরের সফর। শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapith Tarapith)।

সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল মা তারার বরপুত্র বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীর অভিনয়। এমনকি একটা সময় এমন ছিল যখন ভক্তরা তাকে সব্যসাচী কম বামদেব নামেই বেশী চিনতেন। উল্লেখ্য কিছু আগেই এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় ভক্তদের মতোই মন খারাপ হয়ে গিয়েছিল স্বয়ং অভিনেতারও।

   

Sabyasachi Chowdhury সব্যসাচী চৌধুরী

উল্লেখ্য সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যে অনেকেই পরিচিত হয়েছেন সব্যসাচীর লেখার সাথে। যা দেখে কিছুটা হলেও অনুমান করা যায় অভিনেতার কলমের ধারের কথা। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি বরাবরই লেখালেখি এবং ঘুরতে ভালোবাসেন সব্যসাচী। আর এবার অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েই নতুন রূপে ফিরছেন অভিনেতা।

সব্যসাচী চৌধুরী,Sabyasachi Chowdhury,মহাপীঠ তারাপীঠ,Mahapith Tarapith,বামদেব,Bamdev,Dolchuter Column,দলছুটের কলম,First Book,প্রথম বই,Kolkata Book Fair,কলকাতা বইমেলা

আজই সোশ্যাল মিডিয়া পোস্টে ভক্তদের উদ্দেশ্যে একটি দারুণ সুখবর ঘোষণা করেছেন সব্যসাচী। সিরিয়াল শেষ হতেই অভিনেতা থেকে লেখক উঠলেন সকলের প্রিয় বামদেব। ২০২২-এর কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে, তার লেখা প্রথম বই ‘দলছুটের কলম’। সোশ্যাল মিডিয়া আজ এই খবর জানাতেই উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা।

সব্যসাচী চৌধুরী,Sabyasachi Chowdhury,মহাপীঠ তারাপীঠ,Mahapith Tarapith,বামদেব,Bamdev,Dolchuter Column,দলছুটের কলম,First Book,প্রথম বই,Kolkata Book Fair,কলকাতা বইমেলা

এপ্রসঙ্গে এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে বইয়ের প্রচ্ছদের ছবি দিয়ে ভক্তদের চমকে দিয়ে সব্যসাচী লিখেছেন ‘আমার জীবনের প্রথম বই। তবে বই লিখবো বলে আমি অবশ্য লিখতে বসিনি কখনও। বইটির কিছু লেখা হয়তো আগেই পড়েছো তোমরা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র লেখাগুলিকে সযত্নে মলাটের মাঝে আশ্রয় দিয়েছে বার্তা প্রকাশন। কর্ণধার সৌরভ বিসাই এবং প্রচ্ছদের জন্য সন্তু কর্মকারএর কাছে আমি কৃতজ্ঞ।’