• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গল্প হলেও সত্যি! সদ্যজাত একমাসের মলির আসল বয়স ২৭

একমাস হল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে জন্ম নিয়েছে মলি গিভসন। কিন্তু অনেকের মতে তার বয়স ২৭ বছর। কি অবাক হচ্ছেন তো? ১মাসের বাচ্চার বয়স ২৭ হয় কী করে? তবে খোলসা করেই বলা যাক।

আসলে বাচ্চাটি যে ভ্রুণ থেকে জন্মগ্রহণ করেছে সেটি সংরক্ষণ করা হয়েছিল ২৮ বছর আগে। আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৩ সালে এই কন্যা শিশুর ভ্রুণ জমাট করে রাখা হয়েছিল। অবশেষে চলতি ফেব্রুয়ারিতে মার্কিন তরুণী টিনা গিবসনের গর্ভে ভ্রুণটি প্রতিস্থাপন করা হয়, এবং ২৬ শে অক্টোবর জন্ম নেয় মলি গিবসন।

   

তবে এত পুরনো ভ্রূণ এই প্রথম সফলভাবে মাতৃদেহে বেড়ে উঠে জন্মলাভ করার মতো বিজ্ঞানের বিস্ময়কর বিষয় নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই মলির মা টিনা গিবসন ও বাবা বেন গিবসনের। তারা নতুন অতিথিকে পেয়েই খুব খুশি। এর আগেও ২০১৭ সালে ২৪ বছরের ভ্রুণ গর্ভে ধারণ করে টিনা জন্ম দেন মলি গিবসনের দিদি এমার গিবসনকে।

আগের রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে মলি। এর আগে সংরক্ষিত ভ্রূণ থেকে দীর্ঘ সময় পর জন্ম নেওয়ার রেকর্ড গড়েছিল মলির বড় বোন এ এমা।

বেন গিবসন বলেন, কেউ যদি আমাকে পাঁচ বছর আগে প্রশ্ন করত, আমার একজন নাকি দুজন মেয়ে, আমি তাকে বলতাম- পাগল হয়ে গেছেন! এখন আমরা চাঁদ হাতে পেয়েছি। আমার বিস্ময় এখনো কাটেনি।