• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোদি,শাহরুখ খান, সানি লিওনকে টেক্কা দিয়ে গুগল সার্চে ভারতীয় হিসেবে প্রথম অর্ণব গোস্বামী

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনা রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর (Arnab goswami)। কিন্তু এত বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েও ২০২০ এর গুগলের মোস্ট সার্চড এর তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন অর্ণব। শুনতে খানিক অবাক লাগলেও, বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সমীক্ষা অন্তত সেরকমই ইঙ্গিত করছে। বুধবারই ২০২০-এর ‘ইয়ার ইন সার্চ’-এর যে তালিকা প্রকাশ করেছে গুগল, তাতে দেখা যাচ্ছে সার্চের তালিকায় কিম জং উন, কঙ্গনা রানাউত, অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে ভারতীয় দের মধ্যে প্রথম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অর্ণব গোস্বামীর নাম।

সার্চ লিস্টের প্রথমে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন রিপাবলিক টিভির চেয়ারম্যান। এছাড়াও তৃতীয় স্থানে রয়েছে কনিকা কাপুরের নাম, চারে কিম জং উন, পাঁচে অমিতাভ বচ্চন। মজার বিষয় অর্ণবের জনপ্রিয়তা খ্যাতি নয় বরং কুখ্যাতির জন্যেই। দিন কয়েক আগেই, টিআরপি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে কারাবাস করে আসেন অর্ণব। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মুম্বই পুলিশের তদন্তের দিকে একাধিকবার আঙুল তুলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি, আর এর জেরেই তিনি ছিলেন চর্চার শীর্ষে।

   

গুগলের সর্বাধিক খোঁজের তালিকায় একের পর এক উঠে এসেছে বিতর্কিত ইস্যু ও ব্যক্তিত্বদের নাম। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। উত্তর কোরিয়ার দেশনায়ক কিম জং উন ও অমিতাভ বচ্চন রয়েছেন চতুর্থ ও পঞ্চম স্থানে। এত ইস্যু থাকতেও প্রথম ১০ এর তালিকায় নেই নরেন্দ্র মোদী, সুশান্ত সিং রাজপুতের নাম। তবে শেষে হলেও তালিকায় নাম রয়েছে বলি ক্যুইন কঙ্গনা রানাউতের। ৯ নং-এ নাম রয়েছে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডেরও। ৮ এ রয়েছেন প্রথম মার্কিন মহিলা উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের নামও।