• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিষেকের ড্রাইভারী করতে ভুলে যেও না! অর্জুন কাপুরকে অতীত নিয়ে খোঁচা কেআরকের

কেআরকে(KRK) মানেই তিনি বিস্ফোরক কিছুই বলবেন। তাঁর কথা শুনে মানুষের হুঁশ উড়ে যাওয়ার জোগাড় হয়। বিভিন্ন সময়ে বলিপাড়ার একাধিক তারকাকে নিশানা করে একাধিক বক্তব্য করেছেন স্বঘোষিত এই চলচ্চিত্র সমালোচক। তবে এবার যেন সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছেন তিনি। সম্প্রতি বলিউডের নামী অভিনেতা অর্জুন কাপুরকে (Arjun Kapoor) অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) ‘ড্রাইভার’ হিসেবে আখ্যা দিয়েছেন কেআরকে। যা শুনে নেটিজেনদের একাংশ বেশ ক্ষেপে গিয়েছে। আবার একাংশের মতে, এ কোন ‘গোপন সত্যি’ ফাঁস করলেন তিনি!

অর্জুনকে অবশ্য এই প্রথম নয়, এর আগেও বহুবার ‘নিশানা’ করেছেন কেআরকে। এর আগে যেমন অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তাঁর দিকে আঙুল তুলেছিলেন তিনি। তবে শুধু এটুকুই নয়, অর্জুন অভিনীত বিভিন্ন ছবি, যেমন, ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার, ‘এক ভিলেন রিটার্নস’কে মুক্তির আগেই ফ্লপ বলে ঘোষণা করে দিয়েছেন এই জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক।

   

KRK

রবিবার সকালে যেমন ফের অভিনেতাকে একহাত নেন কেআরকে। তিনি টুইটারে লিখেছেন, ‘অনেকেই হয়তো জানেন না, একসময় অর্জুন কাপুর অভিষেক বচ্চনের ড্রাইভার ছিলেন। হোটেল থেকে নিজের গাড়ি করে অভিষেককে শ্যুটিং লোকেশনে নিয়ে গিয়েছিলেন। ভাই আপনারা দু’জন কখনও ড্রিঙ্ক করার জন্য দেখা করে পুরনো দিনের কথা মনে করো’।

এরপরই ফের একবার নেটিজেনদের রোষের মুখে পড়েন কেআরকে। তারপর অবশ্য একটি টুইট করে জানান, অর্জুনকে তিনি অপছন্দ করেন এমনটা নয়। তিনি লেখেন, ‘অনেকে ভাবেন আমি অর্জুন কাপুরকে ঘৃণা করি, এমনটা নয়। ও খুবই নিরহংকারী, মিষ্টি একটি ছেলে। আমাদের মধ্যে ক্রিয়েটিভ কিছু পার্থক্য রয়েছে। যেমন ওঁর টাইগার শ্রফের সংলাপ বলার ধরণ পছন্দ নয়, কিন্তু আমার খুব ভালোলাগে’।

তবে শুধুমাত্র অর্জুনই নন, সম্প্রতি কেআরকে বনি-পুত্র অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ ছবির নায়িকা দিশা পাটানিকে নিয়েও বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, ছবির নির্মাতারা ভাবেন, ও ছবিতে মারা গেলেই ছবি হিট কিংবা ফ্লপ করবে। এই বক্তব্যের পরেও নেটিজেনদের একাংশ কেআরকে’কে ধুয়ে দিয়েছিলেন।