• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করোনা কালে বেহাল গ্রামের স্বাস্থ্য পরিকাঠামো! নয়া উদ্যোগ নিলেন অরিজিৎ সিং

সদ্যই মা হারা হয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh), সেই শোক সামলে ওঠা সহজ নয়। তবে এর মাঝেও ‘মানুষ’ হিসেবে নিজের দায়িত্ব পালন করে গেলেন গায়ক। করোনার জেরে নাস্তানাবুদ গোটা বাংলাই। আর গ্রাম গুলোর অবস্থাও ততোধিক খারাপ। তাই এবার গ্রামের মানুষ দের স্বাস্থ্যের কথা ভেবে হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা উন্নয়নে এগিয়ে এলেন অরিজিৎ সিং।

গিভইন্ডিয়ার সহযোগে এক অনলাইন কনসার্টের আয়োজন করেছেন গায়ক। সেই কনসার্টে গান গেয়ে যে অর্থ উঠে আসবে তা পুরোটাই তিনি দান করবেন গ্রামের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে। ওই অর্থের সাহায্যে গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কিনবেন তিনি। তাই অনুরাগীদের উদ্দেশ্যে এই কনসার্টে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। রবিবার অর্থাৎ ৬ জুন রাত ৮টায় অরিজিতের ফেসবুক পাতায় দেখা যাবে সেই অনুষ্ঠান।

   

অরিজিৎ সিং,অক্সিজেন,মুর্শিদাবাদ,murshidabad,থেরাপি মেশিন,অদিতি সিং,Arijit Singh,oxygen therapy machine,Aditi singh

এর আগেও গ্রামের হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সালটা ২০০৫, টেলিভিশনের পর্দায় আর চারপাঁচটা রিয়েলিটি শো’এর মতোই একটি রিয়েলিটি শো’তে সূযোগ পেয়েছিলেন মূর্শিদাবাদের সমু। খুব অল্প দিনেই নিজের গানের যাদুতে সকলের মন জিতেছিলেন অরিজিৎ। স্বয়ং শংকর মহাদেবানও তার গানের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ, কিন্তু তবুও হলনা শেষ রক্ষা। বাধ সাধলো ভাগ্য। ভোটের অভাবে ওই রিয়েলিটি শোয়ে ষষ্ঠ আসন পাওয়া ছেলেটিকে তখনও কেউ চেনেনি।

অরিজিৎ সিং,অক্সিজেন,মুর্শিদাবাদ,murshidabad,থেরাপি মেশিন,অদিতি সিং,Arijit Singh,oxygen therapy machine,Aditi singh

তবে আজ জনপ্রিয়তার শিখরে পৌঁছেও প্রচার বিমুখ থাকতেই পছন্দ করেন তিনি। সদ্য মা অদিতি সিং-কে হারান তিনি। চলতি মাসের শুরুতেই সাউথ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরিজিৎ সিংয়ের মা অদিতি দেবী। চিকিৎসার জন্য তাঁকে জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদনও পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়। প্রয়োজন হয়েছিল প্রয়োজন A – রক্তের। এই খবর পাওয়া মাত্রেই এগিয়ে এসেছিলেন
শ্রীলেখা মিত্র ও সৃজিত মুখোপাধ্যায়ের মত টলিউডের প্রথম সারির তারকারা। সকলের সহযোগীতায় সেবারের মতো সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

দিন তিনেক আগেই করোনা মুক্ত হয়েছিলেন তিনি। এরপর ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন তিনি। কিন্তু তবুও শেষমেশ মা’কে বাঁচাতে পারলেন না গায়ক। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।