• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার লক্ষ্মী কাকিমার লক্ষ্মী আরাধনা, নিজের হাতেই পুজোর আয়োজন করলেন অপরাজিতা আঢ্য, রইল ভিডিও

বাঙালি মানেই বারোমাসে তেরো পার্বণ। সারা বছরই কোন না কোন উৎসবে মেতে থাকেন সকলে। তাই তো  দুর্গা পুজোররেশ কাটতে  না কাটতেই এসে গিয়েছে কোজাগরি লক্ষ্মীপুজো। তাই আজ বাংলার ঘরে ঘরে চলছে দেবী লক্ষ্মীর আরাধনা। গতকাল রাত থেকেই বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে দেবী লক্ষ্মীর পুজোর (Lakshmi Pujo)সমস্ত তোড়জোড়।

সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মেতে উঠেছেন দেবী লক্ষ্মীর আরাধনায়। আর বাংলার সেলিব্রেটিদের  মধ্যে অভিনেত্রী অপরাজিতা আঢ্যের (Aparajita Adhya) বাড়ির লক্ষ্মী পূজার কথা কে না জানে! প্রত্যেক বছরই তার বাড়িতে ধুমধাম করে পুজো হয় দেবী লক্ষ্মীর। এই বিশেষ দিনে পর্দার লক্ষ্মী কাকিমার (Lakshmi Kakima) ব্যস্ততা থাকে চরমে। এতটুকু নিঃশ্বাস ফেলার সময়টুকু থাকে না তাঁর কাছে।

   

অপরাজিতা আঢ্য,Aparajita Adhya,লক্ষ্মী কাকিমা,Lakshmi Kakima,লক্ষ্মী পুজো,Lakshmi Pujo

তাই একদিন আগে থেকেই দেবীর আরাধনায় অভিনেত্রীর ব্যস্ততা থাকে চরমে। পুজোর গোছানো থেকে শুরু করে অতিথি আপ্যায়ন কোনো কিছুতেই খামতি রাখেন না অভিনেত্রী। নিজে হাতে দেবী লক্ষ্মীকে সাজানো থেকে শুরু করে তাকে শাড়ি পরানো কিংবা ঘর জুড়ে আলপনা দেওয়া সবটাই নিজে হাতে করতে ভালোবাসেন ছোট পর্দার লক্ষ্মী কাকিমা।

অপরাজিতা আঢ্য,Aparajita Adhya,লক্ষ্মী কাকিমা,Lakshmi Kakima,লক্ষ্মী পুজো,Lakshmi Pujo

উল্লেখ্য অপরাজিতা আঢ্যের বেহালার শ্বশুরবাড়িতে দীর্ঘ ৩২ বছরের পুরনো পুজো। বিয়ের পর থেকে দীর্ঘ ২৫ বছর ধরে সেই পুজোর সমস্ত নিয়ম রীতি একটু একটু করে শিখে নিয়েছেন তিনি। জানা যায় অভিনেত্রীর শ্বশুরবাড়ির লক্ষ্মী প্রতিমা মাটির তৈরি। বহু বছরের পুরনো এই মুহূর্তটির বিসর্জন হয়নি কোনদিন। অভিনেত্রীর কথায় দেবী লক্ষীর কখনো বিসর্জন হয় না, তাই প্রত্যেক বছরই ওই মূর্তিকেই সাজিয়ে তোলা হয় নতুন করে।

অপরাজিতা আঢ্য,Aparajita Adhya,লক্ষ্মী কাকিমা,Lakshmi Kakima,লক্ষ্মী পুজো,Lakshmi Pujo

এদিন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই মা লক্ষ্মীকে নিজে হতে সাজানোর একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে মাটির তৈরি ওই লক্ষ্মীপ্রতিমাকে শাড়ি, মুকুট ওড়না পরিয়ে নিজের মনের মত করে সাজাচ্ছেন অভিনেত্রী। সেই সাথে মাথার লম্বা চুলে বিনুনি করে সাজিয়ে  দিচ্ছেন সোনালী রঙের ফুল দিয়ে। অভিনেত্রী নিজেও সেজে ছিলেন একেবারে সাবেকি বাঙালির গৃহবধূর সাজে।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

অভিনেত্রীর এই সাজে বিশেষ ভাবে নজর কেড়েছিল তাঁর নাকের নথটা।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রীর পরনে রয়েছে লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না আর কপালে বড় টিপ।  অপরাজিতা আঢ্যের বাড়ির পুজো মানেই নানারকম প্রসাদের সমাহার। ফলপ্রসাদ থেকে শুরু করে খিচুড়ি,লাবড়া, আলুর দম,মিষ্টি ,পায়েস। তবে সবকিছুর মধ্যেও যেটা স্পেশাল প্রসাদ সেটা হল ‘এলোঝেলো’। অভিনেত্রীর বাড়ির স্পেশাল মিষ্টি এটাই।