• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেগন্যান্ট অবস্থায় পরা পোশাক নিলামে তুলে চড়া দামে বিক্রি করে দিচ্ছেন অনুষ্কা শর্মা!

ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা অভিনয়ের দক্ষতায় বেশ পোক্ত জায়গা করে নিয়েছেন মানুষের মনে। শুধুমাত্র ভারতবর্ষে যে তার অনুগামী সংখ্যা রয়েছে এমন তা কিন্তু নয় । তার পাশাপাশি ভারতবর্ষের বাইরে রয়েছে বড়োসড়ো অনুগামীরা সংখ্যা । আর বিরাট কোহলির নিজের ফিল্ডে সে কতটা সফল তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। তাই এই দুর্দান্ত সফল জুটিকে একসঙ্গে দেখতে সবসময় ভালোবাসে মানুষ।

এদিকে চলতি বছরের শুরুতেই গত ১১ ই জানুয়ারি অনুষ্কার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান ভামিকা। -বাবা হওয়ার পরে সংবাদ মাধ্যমের কাছে একটু সময় চেয়ে নিয়েছিলেন ‘বিরুষ্কা’। ধীরে ধীরে ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে দেখা যাচ্ছে নিউ মম্মা অনুষ্কাকে।

   

গর্ভাবস্থায় অনুষ্কার বেবিবাম্প সহ একাধিক ছবি তুমুল ভাইরাল হয়েছিল। ভামিকার বয়স প্রায় সাড়ে ৫ মাস এখন। আর এই সময়েই তার মাতৃত্বকালে পরা বিভিন্ন পোশাক বেচে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। প্রশ্ন উঠছে স্বভাবতই, হঠাৎ নিজের পোশাক বেচার কথা কেন ভাবছেন অনুষ্কা?

Anushka Sharma

আসলে মাতৃত্বকালে শরীরের ওজন অনেকাংশেই বেড়ে যাওয়ায় পুরোনো পোশাক পরা বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। আর এইসময় ঢিলেঢালা পোশাক পরাই বেশ স্বস্তিকর। তাঁর মাতৃত্বের কেতাদুরস্ত পোশাক নিয়ে মাতামতিও হয়েছে নেটমাধ্যমে।

অনুষ্কা শর্মা,বিরাট কোহলি,বলিউড,ভামিকা,Anushka Sharma,Virat Kohli,Bollywood

সেই পোশাকই বিক্রি করতে চাইছেন অভিনেত্রী। এর কারণ হিসেবে অনুষ্কা জানিয়েছেন, ‘অন্তঃসত্ত্বা থাকাকালীন মহিলাদের স্বাস্থ্যের জন্য এবং ২.৫ লক্ষ লিটার জল বাঁচানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা। এর মাধ্যমে ফ্যাশনের দুনিয়ায় বৃত্তাকার অর্থনীতি শুরু হবে বলে আশা করছেন অভিনেত্রী।’

অনুষ্কা শর্মা Anushka Sharma

অনুষ্কা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘উদাহরণস্বরূপ, শহরের এক শতাংশ গর্ভবতী মহিলাও যদি নতুন না কিনে পুরনো পোশাক কেনেন, একটি মানুষ ২০০ বছরে যেই পরিমাণ জল খায় তত পরিমাণ জল আমরা প্রতি বছর বাঁচাতে পারব। তাই এ রকম একেকটি নিলাম পৃথিবীর জন্য সুখবর আনতে পারবে।’