• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একের পর এক চাকরিতে না,পরপর ১২টা ফ্লপ সিনেমা, মুখ থুবড়ে পড়া ব্যবসা, সব চাপিয়ে ৮০ নটআউট বিগবি

অমিতাভ বচ্চন, নামটাই যথেষ্ট। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) কে এক ডাকে চেনে গোটা দুনিয়া। নাম,যশ, খ্যাতি সব দিক দিয়েই জনপ্রিয়তার শিখরে রয়েছেন দেশের এই বর্ষীয়ান অভিনেতা। তবে শুধু দেশ নয় দেশের গন্ডী ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে অভিনেতার জনপ্রিয়তা। আজও এই অ্যাংরি ইয়াং ম্যান কে রুপোলি পর্দায় একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।

আজ অর্থাৎ ১১ অক্টবর এই বর্ষীয়ান অভিনেতার জন্মদিন। আজকের দিনে  ৮০ বছরের জন্মদিনে এসে নাম,যশ,অর্থ,খ্যাতি,সম্পত্তি আজ কি নেই বিগবির কাছে। ঈশ্বরের আশীর্বাদে বছরের পর বছর ধরে তিনি রাজত্ব করছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। কিন্তু আজকের এই আকাশচুম্বী সাফল্য কিন্তু রাতারাতি আসেনি অভিনেতার জীবনে। শুরুর পথটা একেবারেই মসৃন তো ছিলই না পাশাপাশি একটা সময় এমন ছিল যখন অত্যন্ত অর্থকষ্টে ভুগেছিলেন অভিনেতা। সিনেমায় কাজ না পাওয়ার পাশাপাশি ডুবতে বসেছিল ব্যাবসাও।

   

Amitabh Bachchan Zanjeer movie

কেরিয়ারের শুরুতে একটা সময় এমন ছিল যখন তার জীবনে সাফল্য থেকেই ব্যর্থতাই বেশি ধরা দিয়েছিল। কিন্তু চরম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও কখনও  হার মানেননি অভিনেতা। প্রতিটা ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে নতুন করে এগিয়ে গিয়েছেন সাফল্য লাভের আশায়। শুরুর দিকে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রেডিওর চাকরির জন্য আবেদন করেছিলেন বিগ বি। আজ গোটা দুনিয়া তার যে কন্ঠের জন্য পাগল একসময় তার সেই কন্ঠই প্রত্যাখ্যান করা হয়েছিল রেডিওতে।

Amitabh Bachchan reveals in Kaun Banega Crorepati that he washes his clothes and iron them

এরপর একের পর এক ইন্টারভিউতে শুধুই না শুনেছিলেন তিনি। চাকরিতে বারবার এইভাবে রিজেক্ট হওয়ার প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন ‘হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই সেই চাকরিগুলো পাইনি’।  পরবর্তীতে ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির হাত ধরে প্রথমবার অভিনয় হাতেখড়ি হয়েছিল বিগবির।  কিন্তু সেখানেও প্রথমবারেই সাফল্য আসেনি। পরপর ১২ টা ছবি ফ্লপ করার পর অবশেষে ৫ বছর পর  লক্ষ্মী লাভ হয় অভিনেতার।

Amitabh Bachchan sad

তারপর যদিও আর  পিছনে ফিরে তাকাতে হয়নি বিগবিকে।  কিন্তু কথায় আছে  ভালো সময় কিংবা খারাপ সময় স্থায়ী হয় না কখনই।বিগবির ক্ষেত্রেও তেমনি হয়েছিল। জানা যায় বলিউড শাহেনশা ৯০ এর দশকে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যখন চরম আর্থিক দুরাবস্থা জাঁকিয়ে বসেছিল তাঁর জীবনে। জানা যায় সেসময় সবমিলিয়ে ৯০ কোটি টাকার দেনা হয়েছিল বিগবির।

Amitabh Bachchan in KBC

সেসময় পরিচালকদের দরজায় দরজায় ঘুরে কোনোও সিনেমায় কাজ পাচ্ছিলেন বিগ বি। সেসময় নিজের সিনেমায় একটি চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলেন স্বয়ংযশ  চোপড়া। তখনই তার কাছে কাজ চাইতে গিয়েছিলেন বিগবি। তিনি তখন তাঁকে মহব্বঁতে সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র অফার করেন। সেসময় এই সিনেমাটিই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল বিগবির। এরপরই টেলিভিশনের জনপ্রিয় ক্যুইজ শো কৌন বানেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বিগবিকে।