• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুখবর! মদের দাম একধাক্কায় কমল ৮০%, জেনে নিন কোথায় কত দাম

সারাদেশে লকডাউনের (Lockdown) সময় যখন আর সব দোকানের মতোই বন্ধ ছিল মদের (Alcohol) দোকান তখন আমাদের নজরে এসেছে মদের জন্য সুরাপ্রেমীদের হাহাকার। দীর্ঘ কয়েক মাস মদ না পেয়ে কার্যত পাগল হয়ে উঠেছিলেন তারা। এরপর মদের দোকান খোলা মাত্রই তার বাইরে সুরাপ্রেমীদের লম্বা লাইন দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল সাধারণ মানুষের।

আর উৎসবের মরসুমে কমবেশি সকলেই একটু আধটু মদ্যপান করে থাকেন। অনেকেই মনে করেন দেশের অর্থনীতি চাঙ্গা করতে মদের গুরুত্ব অপরিসীম। তবে মাঝে আকাশ ছোঁয়া হয়েছিল মদের দামে। মদের দামে হাত পোড়ার জোগাড় হয়েছিল দেশবাসীর। কিন্তু এবার তাদের জন্য সুখবর।

   

বেশ কিছুদিন যাবত মদের উপর ব্যাপক শুল্ক প্রয়োগের ফলে হুহু করে বাড়তে শুরু করেছিল দাম। এরফলে অনেকের সাধ্যের বাইরে চলে গিয়েছিল মদ্যপান। তাই এবার যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath) এর রাজ্য উত্তর প্রদেশ (Uttar Pradesh) -এ শুল্ক কমিয়ে মদের দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার। এবং এই সিদ্ধান্তে রীতিমতো আনন্দে আত্মহারা সুরাপ্রেমীরা।

জানা যাচ্ছে যোগী সরকারের নতুন পলিসি অনুযায়ী, বিয়ারের শুল্ক ২৮০ থেকে কমিয়ে করা হয়েছে ২০০ শতাংশ। যোগী সরকারের তরফে জানানো হয়েছে, কম দামে সাধারণ মানুষকে ভাল মদ সরবরাহ করতে তারা বদ্ধপরিকর। ফলে শস্যদানা থেকে তৈরি মদ মাত্র ৮৫ টাকাতেই দেওয়া হবে দোকান থেকে । এক ধাক্কায় ৮০ শতাংশ শুল্ক কমায় সর্বোপরি অনেকটাই কমবে মদের দাম।

ওয়াকিবহাল মহলের ধারণা, মদের দাম কমলে অনেকটাই চাঙ্গা হবে দেশীয় অর্থনীতি, আর রাজ্যের কোষাগারেও ঢুকবে বিপুল পরিমান অর্থ।