• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্রমেই বাড়ছে চাহিদা! দেশের জনসংখ্যা নয়, অক্ষয় কুমারের পারিশ্রমিক বেড়ে হল ১৩৫ কোটি

বছর শেষের আগে বলিউডের অন্দর থেকে বেরিয়ে এল মস্ত বড় কাঁপানো খবর। এক বছরের মধ্যে তিন-তিনবার। লকডাউনের (Lockdown) আগে ছিল ৯৯ কোটি, লকডাউনের মধ্যেই সেটা বেড়ে একবার ১০৮ কোটি, সেখান থেকে ১১৭ কোটি। এ বার তা একলাফে বেড়ে হল ১৩৫ কোটি। অবাক হওয়ার কিছু নেই। এক রিপোর্ট অনুযায়ী, এখন থেকে ছবি প্রতি ১৩৫ কোটি টাকা নেবেন খিলাড়ি। জানা যাচ্ছে, শুধু ২০২১ নয়, ইতিমধ্যেই ২০২২ এর জন্যও ছবিতে সই করে ফেলেছেন অক্ষয় কুমার ((Akshay Kumar))। আগামী ১ বছরের জন্য অক্ষয়ের হাতে আর কোনও ডেটই নাকি ফাঁকা নেই।

Akshay Kumar অক্ষয় কুমার

   

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অক্ষয়ের ছবিগুলির প্রোডাকশন খরচ ৩৫-৪৫ কোটি টাকা। প্রিন্ট আর পাবলিসিটির জন্য লাগে ১৫ কোটি টাকা। সবমিলিয়ে ছবির বাজেট থাকে ১৮৫ থেকে ১৯৫ কোটি টাকা। বক্স অফিস থেকে ছবিগুলি প্রায় ২০১০-২০২০ কোটি টাকার ব্যবসা করে। বিগত কয়েক বছর ধরে অক্ষয়ের ছবি বিপুল সাফল্য লাভ করেছে বক্স অফিসে। আর তাই প্রায় সকলেই চাইছেন, তাঁদের ছবিতে কাজ করুক অক্ষয়। এই সুযোগকেই কাজে লাগিয়ে একেবারে মোক্ষম চাল চেলে ফেলেছেন খিলাড়ি।

Akshay Kumar অক্ষয় কুমার

 

বর্তমানে তাঁর হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে, ‘বচ্চন পাণ্ডে’ (Bachchan Pandey), ‘রাম সেতু’ (Ram Setu), ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan), ‘মিশন লায়ন’ (Mission Lion) ইত্যাদি। এই সব ছবির বাজেট সাধারণত ১৮৫-১৯০ কোটির চারপাশেই ঘোরাঘুরি করে।