• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Jio কে জোর টেক্কা দিতে Airtel এর প্ল্যানে একধাক্কায় কমল ৫০ টাকা! জানুন বিশদে

রিলায়েন্স জিও বাজারে আসার পর থেকে একাধিপত্য বজায় রেখেছে Reliance Jio। বাকি অপারেটরদের থেকে অনেক বেশি আকর্ষণীয় প্ল্যান আর বেশি ডেটা অফার করে বিপুল সংখ্যক গ্রাহকের প্রথম পছন্দ হয়ে উঠেছে। তবে, এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে যুদ্ধ করে টিকে থাকতে হবে। তাই টেলিকম কোম্পানিগুলির মধ্যে যুদ্ধ লেগেই আছে। বিশেষত Jio আর Airtel হল পরস্পরের  সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী।

Airtel

   

সম্প্রতি Jio কে টেক্কা দিতে দুর্দান্ত অফার দিচ্ছে Airtel। কিছুদিন আগে পর্যন্ত জিও থেকে অন্য নেটওর্কে কল করতে গেলে দিতে হত আইইউসি চার্জ। যার ফলে পুরোপুরি আনলিমিটেড  ছিল না জিও থেকে সমস্ত নেটওয়ার্কে কলিং। কিন্তু সম্প্রতি নতুন বছরে সেই সমস্যা ঝেড়ে ফেলেছে জিও। এখন থেকে একেবারে আনলিমিটেড জিও থেকে কলিং। তাই  নতুন কিছু উপায় আনতে হবে Airtel কে Jio এর বিরুদ্ধে বাজারে টিকে থাকতে হলে।

তাই এবার Jio-র প্লানের থেকেও এয়ারটেল দাম কমিয়ে দিলো নিজেদের প্লানের। তাও এক ধাক্কায় ৫০ টাকা। এয়ারটেলের ২৪৯ টাকার প্ল্যানটি এখন থেকে মাত্র ১৯৯ টাকা। প্ল্যানের সমস্ত সুযোগ সুবিধা একই রয়েছে। প্রতিদিন ১ জিবি করে ফোরজি ডেটা, আনলিমিটেড কলিং ও বাকি সুবিধা সহ ২৪ দিনের বৈধতা থাকছে এই প্ল্যানে। তবে, এখুনি গোটা দেশে চালু হচ্ছে না এই প্ল্যান। আপাতত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা সার্কেলের  জন্য উপলব্ধ হয়েছে এই প্ল্যান। তবে খুব শীঘ্রই প্ল্যানটি গোটা দেশের এয়ারটেল গ্রাহকদের জন্য উপলব্ধ করা হবে বলে জানা গিয়েছে।

Reliance Jio জিও

প্রসঙ্গত, এয়ারটেল ও জিও দুজনেই একেঅপরের প্রতিদ্বন্দ্বী। মাসিক প্ল্যানে ৫০ টাকা দাম কমালেও বার্ষিক প্ল্যানের দিক থেকে দেখতে গেলে জিও কিন্তু এয়ারটেলকে টেক্কা দিয়েছে। এয়ারটেলের বার্ষিক প্ল্যানের মূল্য ২৪৯৮ টাকা। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ফোরজি ডেটার  সাথে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টা এসএমএস থাকছে। অন্যদিকে জিও এর বার্ষিক প্ল্যানের মূল্য ২৩৯৯ টাকা। আর এই প্ল্যানে এয়ারটেলের মতোই প্রতিদিন ২ জিবি ফোরজি ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস থাকছে।