• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিস্ট দেখার জন্য ছুটি তামিলনাড়ুতে! অন্যদিকে বিজয়ের সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা ২ ইসলামি দেশে

দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন থালাপতি বিজয় (Thalapathy Vijay)।তার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর হলেও ভক্তরা তাকে থালাপতি নামেই বেশি চেনেন। শোনা যায় ভক্তদের কাছে বিশেষ করে দক্ষিণ ভারতের মানুষদের কাছে তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি যে কিংবদন্তি অভিনেতা তথা থালাইভা রজনীকান্তের (Rajinikanth) পর বিজয় থালাপতিকেই সবচেয়ে বড় তারকা বলে মনে করেন সবাই।

ছবিতে তারকা অভিনেতা বিজয়ের উপস্থিতি মানেই সেই ছবি চোখ বুজে সুপারহিট। এমনটা আমরা বলছি না বরং একথাই বিশ্বাস করেন দক্ষিণী সিনেমার তাবড় পরিচালক, প্রযোজকরা। আর এই কারণে পরিচালকরা তাঁর পিছনে মোটা অঙ্কের টাকা ঢালতেও দুবার মাথা ঘামান না। আজই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বিজয় অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা বিস্ট।

   

থালাপতি বিজয়,Thalapathy Vijay,South Indian Film Industry,দক্ষিণ ভারতীয় সিনেমা,বিস্ট,Beast,পূজা হেগড়ে,Puja Hedge,Kuwait,কুয়েত,Qatar,কাতার

পরিচালক নেলসন দিলীপকুমার পরিচালিত এই ‘বিস্ট’ (Beast) সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী পূজা হেগড়ে (Puja Hedge)। জানা যাচ্ছে এই সিনেমাটি তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর ১৫০ কোটি বাজেটের এই সিনেমায় থালাপতি বিজয় একাই পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি।

তামিলনাড়ুতে তুমুল জনপ্রিয় বিজয়। তাই বরাবরই থালাপতি বিজয়ের সিনেমা রিলিজ করার আগ থেকেই ভক্তদের মধ্যে একটা আলাদাই ক্রেজ লক্ষ্য করা যায়। এবারও তার অন্যথা হয়নি। জানা যাচ্ছে প্রিয় নায়কের সিনেমা দেখতে ১৩ এপ্রিল কোম্পানিগুলোর এইচআর বিভাগে রেকর্ড সংখ্যক ছুটির আবেদন জমা পড়েছে। সে কারণে বেশ কয়েকটি কোম্পানি আজকের দিনে ছুটি ঘোষণা করেছে। এমনকি, এও জানা যাচ্ছে কর্মীদের জন্য ফ্রি টিকেটও দিচ্ছে কিছু কোম্পানি। কোম্পানির সেই নোটিশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

থালাপতি বিজয়,Thalapathy Vijay,South Indian Film Industry,দক্ষিণ ভারতীয় সিনেমা,বিস্ট,Beast,পূজা হেগড়ে,Puja Hedge,Kuwait,কুয়েত,Qatar,কাতার

সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। এই ছবিতে আতঙ্কবাদ নিয়ে যে সমস্ত দৃশ্য দেখানো হয়েছে তা ঠিক পছন্দ হয়নি পাকিস্তানের।তাই এই সিনেমা মুক্তির আগে থেকেই তৈরি হয়েছে বিতর্ক। ইসলামিক স্টেট কুয়েতে আগেই ব্যান করা হয়েছিল এই সিনেমা। আর কুয়েতের পর এবার কাতারেও ব্যান করা হয়েছে থালাপতি বিজয়ের এই সিনেমা। সম্প্রতি মানোবালা বিজয়বালান নিজের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে এই খবর জানিয়েছেন।