• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকাকে চড় মারা থেকে নেশায় ডুবে নেশাখোর! সেই ‘কবির সিং’-ই শাহিদের চোখে পারিবারিক সিনেমা

শাহিদ কাপুর (Shahid Kapoor) একটা সময় বলিউডের এই চকলেট বয়-এর নামটা শুনলেই ধুকপুকানি বেড়ে যেত দেশের অসংখ্য তরুণীর। যদিও এখনও তার ব্যতিক্রম নয়, তবে আগের সেই চকলেট বই ইমেজ ভেঙেচুরে শাহিদ হয়ে উঠেছেন আজকের জেনারেশনের কবির সিং। প্রসঙ্গত এই সিনেমা মুক্তির পর একটা সময় তা নিয়ে তৈরি হয়েছিল বিরাট বিতর্ক।

এই সিনেমা মুক্তির তিন বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ কাপুরের মন্তব্য ঘিরে শিরোনামে উঠে এসেছে ‘কবির সিং’ (Kabir Singh)।  এই ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। সিনেমায় অভিনেত্রীকে ঠাঁটিয়ে চড় মারার বিষয়টা নিয়েও সেসময় শুরু হয়েছিল তুমুল বিতর্ক। অনেকেই বলেছিলেন এইভাবে পুরুষতান্ত্রিক সমাজের পুরুষত্বকেই প্রাধান্য দেওয়া হয়েছে সিনেমায়। রাতারাতি নারী বিদ্বেষী তকমা পেয়েছিলেন সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

   

শাহিদ কাপুর,Shahid Kapoor,কবির সিং,Kabir Singh,পারিবারিক সিনেমা,Family Drama,কিয়ারা আডবাণী,Kiara Advani

সে সময় সিনেমাটি গোটা দেশে ২৫০ কোটির ব্যবসা করেছিল। তাই সিনেমাটি বক্স অফিসে হিট করলেও ছবিতে ব্যবহৃত অ্যালকোহল, গালিগালাজ, বিষয়বস্তু থেকে শুরু করে অশ্লীল ভাষা সবকিছু  নিয়েই অনেক প্রশ্ন উঠেছিল। প্রসঙ্গত বলে রাখি কবির সিং ছিল সাউথের বিজয় দেবরা কোন্ডা অভিনীত ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক।

শাহিদ কাপুর,Shahid Kapoor,কবির সিং,Kabir Singh,পারিবারিক সিনেমা,Family Drama,কিয়ারা আডবাণী,Kiara Advani

আর সেই সিনেমাকেই জনসমক্ষে ‘পারিবারিক সিনেমা’ (Family Drama) বলে বসলেন খোদ সিনেমার নায়ক শাহিদ কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন কবির সিং নাকি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি একটি ছবি। যদিও এই  সিনেমার মধ্যে ক্ষিপ্রতা রয়েছে তবুও মানুষের সেটা ভালো লেগেছে। অভিনেতার কথায় এমন প্রচুর মানুষ রয়েছেন যারা এই সিনেমাটি তাদের পরিবারের সঙ্গে দেখেছেন এবং পছন্দ করেছেন।

শাহিদ কাপুর,Shahid Kapoor,কবির সিং,Kabir Singh,পারিবারিক সিনেমা,Family Drama,কিয়ারা আডবাণী,Kiara Advani

প্রসঙ্গত শেষবার শাহিদকে দেখা গিয়েছিল ‘জার্সি’ সিনেমায়। এই সিনেমাটিও সাউথের সিনেমার হিন্দি রিমেক।  সেদিক দিয়ে দেখতে গেলে একজন ব্যর্থ ক্রিকেটারের জীবন থেকে উঠে আসা এই সিনেমাটি একটি পারিবারিক সিনেমা হওয়া সত্বেও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। কিন্তু এই ছবির ব্যর্থতার কারণ কি?

শাহিদ কাপুর,Shahid Kapoor,কবির সিং,Kabir Singh,পারিবারিক সিনেমা,Family Drama,কিয়ারা আডবাণী,Kiara Advani

এ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন ছবিটি মুক্তি পাওয়ার জন্য  তারা দুবছর অপেক্ষা করেছিলেন। কারণ তাদের মনে হয়েছিল করোনা পরবর্তী সময়ে মানুষ বিনোদনের তুলনায় তাদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তিত। তবে সামনেই রয়েছে শাহিদের নতুন কাজ। খুব শীঘ্রই রাজ এবং ডিকের পরিচালনায় ‘ফারজি’ নামে একটি নতুন ওয়েব সিরিজের হাত ধরে ওটিটি প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন পর্দার এই কবির সিং।