• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম বার মেয়ের ছবি প্রকাশ্যে আনলে আদিত্য নারায়ণ! নিলেন বড় সিদ্ধান্ত

সদ্য বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণের ছেলে তথা অভিনেতা,সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan)। গত ২৪শে ফেব্রুয়ারি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আদিত্যর স্ত্রী তথা অভিনেত্রী শ্বেতা আগারওয়াল (Shweata Agarwal)। বাড়িতে নতুন সদস্য আসার পর খুশির হাওয়া তাদের বাড়িতে।

প্রসঙ্গত মাত্র ২ বছর আগেই অর্থাৎ ২০২০ সালের ১ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আদিত্য। মুম্বাইয়ের জনপ্রিয় ইসকন মন্দিরে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। সেখানে একেবারে ঘনিষ্ঠ কয়েকজন অতিথিদের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন এই জুটি। পরের দিন ২ ডিসেম্বর মুম্বাইতে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টি দিয়েছিলেন অভিনেতা।

   

Aditya Naray,আদিত্য নারায়ন,Shweata Agarwal,শ্বেতা আগারওয়াল,New Born,সদ্যোজাত,Twisha Narayan Jha,ত্বিশা নারায়ণ ঝা

সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো নামীদামী অতিথিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত আদিত্য একদিকে একজন গায়ক, সঞ্চালক এবং অভিনেতা। অন্যদিকে তার স্ত্রী শ্বেতা আগরওয়াল একজন বিখ্যাত বলিউড অভিনেত্রী। তিনি ইতিমধ্যেই বলিউডের অনেক ছবিতে কাজ করেছেন। প্রসঙ্গত শ্বেতা ও আদিত্য একসাথে ‘শাপিত’ ছবিতে কাজ করেছিলেন।

প্রসঙ্গত মেয়ের বাবা হওয়ার পর সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে নিজেই খুশির খবর দিয়েছিলেন আদিত্য। নিজের বিয়ের একটি ছবি শেয়ার করে আদিত্য লিখেছিলেন, ‘খুব খুশির সাথে জানাতে চাই ভগবান আমাদের এক কন্যা সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন’। আর এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমবার মেয়ের ছবি দিলেন আদিত্য। ছবিত দেখা যাচ্ছেআদিত্যর ঘাড়ে মাথা রেখে ঘুমোচ্ছে একরত্তি। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না।

Aditya Naray,আদিত্য নারায়ন,Shweata Agarwal,শ্বেতা আগারওয়াল,New Born,সদ্যোজাত,Twisha Narayan Jha,ত্বিশা নারায়ণ ঝা

এই পোস্টের ক্যাপশনে আদিত্য লিখেছেন, ‘কৃতজ্ঞ, ভাগ্যবান, ধন্য! আমার পরীর সঙ্গে আগামী কয়েক সপ্তাহ কাটাতে পারব। শীঘ্রই দেখা হবে ডিজিটাল বিশ্ব (হার্ট ইমোজি পড়ুন)।’সম্প্রতি আদিত্য জানিয়েছেন তার মেয়ের নাম ত্বিশা নারায়ণ ঝা। এছাড়া কিছু দিন আগেই ‘সা রে গা মা পা’- ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আদিত্য জানিয়েছিলেন ‘ভারাক্রান্ত হৃদয়ে, আমি এমন একটি শো-এর হোস্টিং দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, যা আমাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের পরিচয় গড়ে তোলার সুযোগ দিয়েছে।১৫ বছর। ৯টা সিজন। ৩৫০ পর্ব। সময় সত্যিই বয়ে যাচ্ছে।’