• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দেশি গার্ল’ থেকে ‘নাগিন’, অক্ষয় কুমারের হাত ধরে বড় পর্দায় পা রেখেছেন এই দশ অভিনেত্রী

সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিটি। এই ছবির হাত ধরেই বড় পর্দায় ডেবিউ হয়েছে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের। বক্স অফিসে ছবিটি সফল না হলেও, মানুষীর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও বহু অভিনেত্রী ‘খিলাড়ি’র হাত ধরে বলিউড সিনেমার দুনিয়ায় পা রেখেছেন (Actresses who debuted with Akshay Kumar )। সেই তালিকায় নাম রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তের মতো অভিনেত্রীর। এক ঝলকে দেখে নেওয়া যাক, সেই অভিনেত্রীদের নাম।

শান্তিপ্রিয়া (Shantipriya) : ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সৌগন্ধ’ ছবিতে প্রথম মুখ্য চরিত্রে অভিন্যের সুযোগ পেয়েছিলেন অক্ষয়। ‘খিলাড়ি’র সঙ্গে সেই ছবিতে বলিউডে পা রেখেছিলেন দক্ষিণের নামী নায়িকা শান্তিপ্রিয়া। প্রায়  ২৮ বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর সরোজিনী নায়ডুর বায়োপিকের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন তিনি।

   

Saugandh

নার্গিস বাঘেরী (Nargis Bagheri) : ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ছবি ‘গরম মশালা’র হাত ধরে অভিষেক হয়েছিল নার্গিস বাঘেরীর। ২০১০ সালে ‘কুস্তি’ ছবিতে শেষ অভিনয় করেছিলেন তিনি।

Garam Masala Movie

দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar) : টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অব তুমহারে হাওয়ালে বতন সাথিয়ো’ ছবিতে অক্ষয় কুমারের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই ছবিটির  হাত ধরে তাঁর বলিউড অভিষেক হয়েছিল। এই মুহূর্তে অভিনয়ের পাশাপাশি পরিচালক, প্রযোজক হিসেবে কাজ করছেন দিব্যা।

Divya Khosla Kumar and Akshay Kumar

তৃষা কৃষ্ণানন (Trisha Krishnan) : দক্ষিণ ভারতের অভিনেত্রী তৃষা অক্ষয়ের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘খট্টা মিঠা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তৃষাকে এরপর মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়ন সেলভম’ ছবিতে দেখা যাবে।

Trisha Krishanan and Akshay Kumar

লারা দত্ত (Lara Dutta) : প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ লারা দত্ত অক্ষয় কুমারের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। ‘অন্দাজ’ ছবির হাত ধরে রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। সাম্প্রতিক অতীতে ‘বেল বটম’, ‘কৌন বনেগী শিখরবটি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন লারা।

Andaaz

বিপাশা বসু (Bipasha Basu) : বঙ্গ তনয়া বিপাশা বসুরও অক্ষয় কুমারের হাত ধরে বলিউড অভিষেক হয়েছিল। ‘অজনবী’ ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে শেষবারের মতো দেখা গিয়েছিল বিপাশাকে।

Bipasha Basu in Ajnabee

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার বলিউড অভিষেক ‘দ্য হিরোঃ লাভ স্টোরি অফ আ স্পাই’ ছবির মাধ্যমে হয়েছিল। তবে অক্ষয় কুমার অভিনীত ‘অন্দাজ’ ছবিতে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। প্রিয়াঙ্কা এখন বলিউডের পাশাপাশি হলিউডেও চুটিয়ে কাজ করছেন।

Priyanka Chopra in Andaaz

মৌনী রায় (Mouni Roy) : ছোট পর্দার ‘নাগিন’ তথা বঙ্গ তনয়া মৌনী রায়ের বড় পর্দায় অভিষেক অক্ষয়  কুমারের হাত ধরে হয়েছে। ‘গোল্ড’ ছবিতে ‘খিলাড়ি’র বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। মৌনীকে এরপর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, নাগার্জুনের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে।

Akshay Kumar and Mouni Roy

নীতু চন্দ্র (Neetu Chandra) : নীতু চন্দ্রও অক্ষয়ের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। ‘গরম মশালা’ ছবির হাত ধরে হিন্দি সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। গত বছর নীতু অভিনীত একটি ইংরেজি ছবি মুক্তি পেয়েছে।

Neetu Chandra in Garam Masala

মধুরিমা তুলি (Madhurima Tuli) : ছোট পর্দার জনপ্রিয় মুখ মধুরিমা তুলির বলিউডে মুখ্য চরিত্রে অভিষেক অক্ষয়ের হাত ধরে হয়েছিল। ‘বেবি’ ছবিতে ‘সূর্যবংশী’র বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে এর আগে অবশ্য বেশ কয়েকটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন মধুরিমা। গত মে মাসে মধুরিমা অভিনীত মিউজিক্যাল ছবি মুক্তি পেয়েছে।

Madhurima Tuli and Akshay Kumar