• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গরিবের ভগবান সোনু সুদের নাম তৈরী হল মন্দির, আপ্লুত অভিনেতা বললেন ‘এতটাও প্রাপ্য নয়’

রবিনহুড’ বললেও কিছু ভুল হয়না অভিনেতা সোনু সুদ-কে (Sonu sood)। সেই করোনাকাল (Corona virus) থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে বিখ্যাত বলিউড (Bollywood) তথা দক্ষিণী অভিনেতা সোনু সুদকে। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তো কখনও আবার স্মার্টফোনের জন্য পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রীদের দায়িত্ব নেওয়া, দরিদ্র পরিবারকে ইরিক্সা দিয়ে তাদের পাকাপাকি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার মত– একের পর এক মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যতই ‘সুপার হিরো’। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসা আর আশীর্বাদ কুড়িয়েছেন সোনু সুদ ৷

তাই আজ মানুষের কাছে আজ ভগবান সোনু। গরীবের কাছে তিনিই অন্নদাতা। তার প্রতি শ্রদ্ধা উজাড় করে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ইতিমধ্যেই বিহারে অভিনেতার আদলে বানানো হয়েছে মুর্তি। এবার তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামে গড়ে উঠল সোনু সুদের মন্দির (temple)। মন্দিরে স্থাপন করা হয়েছে অভিনেতার মন্দির।

   

গত ২০ শে ডিসেম্বর শুভ উদ্বোধন হয় মন্দিরের। সাবেকি দক্ষিণী সাজে সেজে মহাসমারোহে মহিলারা আরতি করে, গান বাজনা করেন। জেলা পরিষদের সদস্য গিরি কোন্ডল রেড্ডি জানান, “সোনু সুদ আমাদের কাছে ভগবান”। তেলেঙ্গানার মানুষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা নেটপাড়া। কিন্তু যার জন্য এতকিছু সেই সোনু সুদ একথা জানতে পেরে খুবই বিনীত ভাবে জানান, ” আমি আপ্লুত এতটা আমার প্রাপ্য নয়। “