• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের দুঃসংবাদ! এবার মা হারা হলেন বিখ্যাত মিউজিশিয়ান

অস্কার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ভারতীয় সংগীত সুরকার এ আর রহমানের (A R Rahman) মা করিমা বেগম (Kareema Beegum) সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আজ নিজে সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি শেয়ার করে এই কথা জানালেন এ আর রহমান। বার্ধক্যজনিত সমস্যার কারণে চেন্নাইতে (Chennai) তিনি মারা যান। ১৯৭৬ সালে তাঁর স্বামী বিখ্যাত সংগীতকার আর শেরকার মারা যান।

a r rahman এ আর রহমান kareema behgum কারিমা বেগম

   

একটি সাক্ষাত্কারে রহমান জানিয়েছিলেন যে তিনি তাঁর মায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন। সংগীতই রহমানের ভবিষ্যৎ সেটা তাঁর মা প্রথম বুঝতে পারেন। এমনকি রহমানকে স্কুল ছাড়তে বাধ্য করেছিলেন তাঁর মা-ই। একা মা হিসাবে তাদের লালন-পালন এবং সংগীতের ক্ষেত্রে তাদের অর্জনে সহায়তা করার জন্য তার সন্তানরা তাকে কৃতিত্ব দিয়েছে। অভিনেতা জি.ভি. প্রকাশ ও ভবানী স্রে এবং সংগীতশিল্পী রাহিমা, খতিজা ও আমীন রহমান তাঁর নাতি-নাতনি। একা মা হিসেবে এ আর রহমান সহ নিজের তিন সন্তানকে কোলে পিঠে মানুষ করেন তিনি। নিজের সংগীত জগতের সমস্ত সফলতার কৃতিত্ব হামেশাই মা-কে দিয়ে এসেছেন এ আর রহমান।

a r rahman এ আর রহমান kareema behgum কারিমা বেগম
জানা যাচ্ছে, বয়স হওয়ার দরুন দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন করিমা বেগম। অবশেষে এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করিমা বেগমের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় গায়কের মায়ের মত্যুর খবরে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায় অনেককে।