• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কিম কার্দেশিয়ান হতে খরচ ৪ কোটি, বাঁশ খেয়ে পুরোনো রূপে ফিরতে আরও ৯৫ লাখ খসল মডেল অভিনেত্রীর

বিনোদন জগত মানেই ঝাঁচকচকে গ্লামার ওয়ার্ল্ড। যার নাম, যশ, খ্যাতি এবং বিপুল অর্থের হাতছানি উপেক্ষা করার ক্ষমতা নেই কারও। আর এই গ্লামার ওয়ার্ল্ডে টিকে থাকার লড়াইয়ে অভিনেত্রীদের কাছে অন্যতম প্রধান হাতিয়ার হল তাদের রূপ-যৌবন। কিন্তু কথায় আছে রূপ যৌবন এমনই একটা জিনিস যার জৌলুস সময়ের সাথে সাথেই ফিকে হতে শুরু করে।

তবে বয়সকে নিজেদের হাতের মুঠোয় রাখতে অভিনেত্রীদের কাছে প্লাস্টিক সার্জারির (Plastic Surgery) বিষয়টি আজকাল জলভাতে পরিণত হয়েছে।আবার অনেকের ইচ্ছা থাকে স্বপ্ন সুন্দরী অভিনেত্রীদের মতো দেখতে হওয়ার। তেমনই একজন জনপ্রিয় মডেল হলেন জেনিফার পাম্পলোনা (Jennifer Pamplona)।ছোট থেকেই যার কাছে কিম কার্দেশিয়ান (Kim Kardashian) মানে হলেন অনুপ্রেরণা।

   

প্লাস্টিক সার্জারি,Plastic Surgery,কিম কার্দেশিয়ান,Kim Kardashian,জেনিফার পাম্পলোনা,Jennifer Pamplona

তাই তাকে অনুকরণ করে তার মত দেখতে হতে চেয়েছিলেন জেনিফার। হুবহু কিমের মতোই যেন তাকে দেখতে হয়। তার জন্য খরচ করেছিলেন বিপুল অংকের টাকা।জানা যায় কিমের মতো চেহারা পাওয়ার আশায় পরপর ৪০টি কসমেটিক করে অস্ত্রোপচার করিয়েছিলেন জেনিফার। যার জন্য খরচ হয়েছিল ৬,০০,০০০ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৭৭ লক্ষ ৫৪ হাজার ৩০০ টাকা।

এই জটিল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যাওয়ায় হুবহু কিমের মতো দেখতে হয়ে গিয়েছিল জেনিফার।সেই রূপের হাত ধরে ধীরে ধীরে এসেছিল বিপুল জনপ্রিয়তা। তার সমস্ত ব্যবসা, মডেলিং যাবতীয় সম্পত্তি সবকিছু এসেছিল কিমরূপি এই খোলসের জন্যই। কিন্তু একসময় জেনিফার অনুভব করেন কি হবে এইভাবে খোলসের আড়ালে থেকে!

প্লাস্টিক সার্জারি,Plastic Surgery,কিম কার্দেশিয়ান,Kim Kardashian,জেনিফার পাম্পলোনা,Jennifer Pamplona

সাথে তার মনে হয় এইভাবে কোথাও গিয়ে তারা হারিয়ে যাচ্ছে তার নিজস্ব স্বত্বা। দেরিতে হলেও বোধোদয় হয় জেনিফারের। তাই আবার শুরু করেন নিজের পুরনো রূপে ফিরে আসার তোড়জোড়। তার জন্যও যদিও গুনগাড়ি  দিতে হয়েছে প্রায় এক লক্ষ কুড়ি হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় ৯৫ লক্ষ ৫২ হাজার টাকা।