• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ে হওয়ার আনন্দে আত্মহারা বাবা! আম্বানির মত টাকা খরচ করে হেলিকপ্টারে, বাড়ি আনলেন মেয়েকে

বলা হয় কন্যা সন্তান (Baby Girl) দেবীতুল্য। তাই কোথাও তাকে দেবী লক্ষ্মী রূপে আবার কোথাও মা দুর্গা রূপে পুজো করা হয়। যার অন্যতম উদাহরণ হল দুর্গাপুজোর অষ্টমী তিথিতে বাঙালিদের কুমারী পুজো। কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেখানে কন্যা সন্তান জন্মানোর পর বাড়ির সদস্যরা আনন্দ নয় আফসোস করতে শুরু করেন।

মন্দিরে মন্দিরে যে দেবী প্রতিমার আরাধনা করা হয় সেই দেবীরই অংশ হয়ে জন্মানো একরত্তি শিশু পৃথিবীর প্রথম আলো দেখার আগেই তার প্রাণ পর্যন্ত কাড়তে হাত কাঁপে না সমাজের বেশ কিছু মানুষের আড়ালে লুকিয়ে থাকা পিশাচদের। কিংবা কোথাও আবার জন্মের পরেই তাদের ঠাঁই মাতৃক্রোড়ে নয় বরং রাস্তার ময়লা আবর্জনার মধ্যে হয়। বলতে লজ্জা লাগলেও এমন ঘটনা আজও আকছার ঘটতে দেখা যায় আমাদেরই দেশের আনাচে কানাচে।

   

পুনেতে,Pune,রাজলক্ষ্মী,Rajlakhmi,হেলিকপ্টার,Helicopter,বাবা,Father,ভাইরাল ভিডিও,Viral Video

কিন্তু মুদ্রার উল্টো পিঠও তো হয়! তাই আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রকৃত অর্থেই মেয়েদের দেবী রূপেই মান্য করে থাকেন। তাই কন্যা সন্তান জন্মালে কপালের দোষ দেন না বরং ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানান স্বয়ং ঈশ্বর কে। বাড়িতে দেবী লক্ষ্মীর আগমনে ধুমধাম করে মেতে ওঠেন উৎসবে। কারণ তাদের কাছে মেয়ে মানে বোঝা নয় বরং অহংকার।

আমাদের দেশে এমনই এক পরিবার রয়েছে মহারাষ্ট্রের পুনেতে (Pune)। যারা বাড়িতে কন্যা সন্তান জন্মানোর পর মেতেছেন উদযাপনে। মেয়ে হওয়ার আনন্দে বাবা বিশার জারেকর ১ লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করে বাড়ি এনেছেন মেয়েকে। জানা গেছে ওই সদ্যোজাত কন্যা সন্তানের জন্ম হয়েছে চলতি বছরের ২২ জানুয়ারি। ভালোবেসে বাড়ির সবাই তার নাম দিয়েছেন রাজলক্ষ্মী (Rajlakhmi)।

জানা গেছে জন্মের পর থেকে এতদিন মায়ের সাথে মামার বাড়িতেই ছিল একরত্তি। এপ্রিল মাসের ২ তারিখ তাকে একেবারে এলাহি আয়োজন করে নিজের বাড়ি শেলগাওতে নিয়ে এসেছেন তার বাবা। সংবাদমাধ্যমে শিশুটির বাবা জানিয়েছেন যে তাদের পরিবারে এতদিন কোনো মেয়ে ছিল না। এই শূন্যস্থান এবার পূরণ হল। তাই রাজলক্ষ্মীকে সবাই মিলে অত্যন্ত খুশিমনে স্বাগত জানিয়েছেন সবাই। যার জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এই বিশেষ অভ্যর্থনা দেখতে জড়ো হয়েছিলেন রাজলক্ষ্মীর আশেপাশের গ্রামের অগণিত মানুষ।