• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসার টানে মুম্বাই ইঞ্জিনিয়ার হয়েছে কেশবপুরের কৃষক

ভালোবাসার (Love) জন্য মানুষ কত কিছুই না করতে পারে। আসলে ভালোবাসা ছাড়া পৃথিবীতে হয়তো কিছুই নেই। এত সৃস্টি সব তো ভালোবেসেই বা ভালোবাসার জন্যই। কিন্তু কজন মানুষ এমন নিরসার্থ ভাবে ভালোবাসতে পারে বলুন তো? ভালোবাসার টানে নিজের কেরিয়ার নিজের দেশ ছেড়ে কেই বা পরে থাকতে পারে বলো তো এমন হদ্দ গ্রামে।

কেউ কেউ কেউ তো অবশ্যই পারে। আর তাই জন্যই গড়ে উঠেছে এমন ইতিহাস। নাম ক্রিস হোগল। ক্রিসের আসল বাড়ি আমেরিকা যুক্তরাষ্ট্রের মিশিগানে। তবে কর্মসূত্রে তিনি ভারতে আসেন রিলায়েন্স  ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড কোম্পানিতে একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন তিনি। আর মুম্বাইতে থাকাকালীন  সময় তিনি রহিমা খাতুন নামের এক মহিলার প্রেমে পড়েন। রহিমা পূর্বে বিবাহ করেছিলেন কিন্তু তাঁর স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তবে,  রহিমাকে দেখেই প্রেমে পরে যান ক্রিস, এরপর বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন। একসময় পেশায় একজন প্রেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার থাকলেও ক্রিস একজন সাদা মাটা কৃষক হয়ে যান প্রেমে পরে।

   

ক্রিস গেইল ও রহিমা খাতুন এর প্রেম কাহিনী শুরু হয়েছিল মুম্বই শহর থেকেই। ছোট থেকেই অভাবের সঙ্গে বড় হয়েছে রহিমা। বারাসাতে মা অন্যের বাড়িতে কাজ করতেন আর বাবা করতেন দিন মজুরি। আর তাঁদের ঘর বলতে বস্তি।এই ভাবেই ছোটবেলা কেটেছে তাঁর। স্বামীর ঘরে এসেও অভাব পিছু ছাড়েনি তাঁর। একসময় অভাবের তাড়নায় জমি জমাও সব বেচে দেয়। তখন সে তিন সন্তানের মা।

আর তারপর একসময় তাঁর স্বামীও নিরুদ্দেশ হয়ে যায়। এরপর জীবিকার কারণে মুম্বাই পাড়ি দেন রহিমা। আর সেখানেই ক্রিসের সঙ্গে দেখা হয় তাঁর। আর তারপরই প্রেমের সূত্রপাত। তারপর বিয়ে করেন তাঁরা। অবশেষে মুম্বাই ছেড়ে তাঁরা চলে আসেন মেহেরপুরে। আর সেখানেই এখন সুখে শান্তিতে বসবার করছে তাঁরা। রহিমার আগের পক্ষের তিন সন্তানরাও থাকেন একসঙ্গে। তাঁরা সারাজীবন এখানেই কাটাতে চান বলে জানিয়েছেন ক্রিস।