• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মর্মান্তিক দুর্ঘটনা! অনলাইন ক্লাসের পর স্কুলের টাই দিয়েই আত্মহত্যা ছোট্ট শিশুর

একটি খুবই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে মধ্যে প্রদেশের (Madhyapradesh)গোয়ালিয়র জেলা থেকে। সেখানে একটি ১১ বছরের পঞ্চম শ্রেণীর ছেলের আত্মহত্যার (Suiside) খবর পাওয়া গেছে। যেমনটা জানা যাচ্ছে ছেলেটিকে বাথরুমে নিজের স্কুল ড্রেসের টাই দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গোটা ঘটনায় মর্মাহত শিশুটির পরিবার।

যেমন টা জানা যাচ্ছে ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়ার জেলার থাতিপুর এলাকার দর্পন কলোনির। জানা যাচ্ছে শিশুটি আত্মহত্যা করার পূর্বে অনলাইন ক্লাস করেছিল। মধ্যপ্রদেশ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। শিশুটির পরিবারের তরফ থেকে কিছু তথ্য জানা গেছে। শিশুটির বাবা অলকেশ সাক্সেনা বলেছেন, ‘ছেলে খুবই মেধাবী ছিল,  পড়াশোনা থেকে যোগাভ্যাস সমস্ত দিকেই বেশ পারদর্শী ছিল সে। সাথে ইলেক্ট্রিক জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসত। লকডাউনের পর থেকে ঘরবন্দি হয় গিয়েছিল শিশুটি।

   

বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা করতে সে। সারা দিনে ২ বার অনলাইনে ক্লাস করতে বলে জানা গিয়েছে একবার দুপুর ১.৩০ থেকে ২ টো পর্যন্ত। এরপর ৩ টা থেকে ৩.৩০ পর্যন্ত। অনলাইন ক্লাস ছাড়াও ইন্টারনেটে কিছু শিক্ষামূলক ভিডিও দেখতে বলেও জানা গিয়েছে।পরিবারের প্রশ্ন কি এমন ঘটেছিল অনলাইন ক্লাসে যে তাদের ছেলে আত্মহত্যা করল!

ইতিমধ্যেই এই ঘটনার পূর্বেই পিটিশন দায়ের হয়েছে জব্বলপুর আদালতে, যে অনলাইন শিক্ষার ফলে শিশুদের মস্তিষ্কে প্রভাব পড়ছে। শিশুদের ভবিষ্যত খারাপ হতে পারে অনলাইন শিক্ষা ব্যবস্থার ফলে। তাই এই শিক্ষা ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা উচিত। এর পরেই এমন একটি ঘটনা ফলে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ পুলিশ। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। শুধুকি অনলাইন ক্লাস নাকি অন্য কিছু কারণ ছিল শিশুটির আত্মহত্যার পিছনে।