• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশাল লোমশ মাকড়সা গিলে খাচ্ছে পাখিকে, নেট দুনিয়ায় ভাইরাল ভয়ঙ্কর ভিডিও

প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ভাইরাল হয়ে থাকে কিন্তু মাঝে মাঝে সামাজিক মাধ্যমে এমন কিছু ভাইরাল হয়ে থাকে যা দেখে আমরা রীতিমতো শিউরে উঠেি। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় একটি লোমশ মাকড়সার গোটা পাখিকে গিলে খাওয়ার ভিডিও।

https://twitter.com/i/status/1301030145529016320

   

আমাদের চারপাশে আমরা সবাই কম বেশি মাকড়সা দেখে থাকি। আট পা যুক্ত এই প্রানী বাসা বাঁধে মানুষের কাছাকাছিই। লালার নিখুঁত জাল বুনে শিকার করে কীটপতঙ্গ। কিন্তু পৃথিবীতে সব মাকড়সা আমাদের চারপাশে দেখতে পাওয়া মাকড়সার মত আপাত নিরীহ নয়। তারা রীতিমতো ভয়ংকর। এমনই একটি মাকড়সার ভয়ঙ্কর প্রজাতি টারান্টুলা।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক কালো ভয়ংকর বিশাল এই মাকড়সার সাড়া শরীর রোমে ঢাকা। ভিডিওতে এক পাখিকে গিলে খাচ্ছে মাকড়সাটি। পাখির মাথাটি তার মুখের ভিতর। সম্ভবত মাকড়সার ভয়ানক বিষের প্রভাবে ইতিমধ্যেই পাখিটি মৃত।বিশালাকার ও ভয়ানক টারান্টুলা পরিবারের সদস্য এই মাকড়সাটির নাম অ্যাভিকুলারিয়া। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া এই মাকড়সা কীটপতঙ্গ এর পরিবর্তে শিকার বানায় ইঁদুর ও পাখিদের।