Sudipa Chatterjee eating Panta Bhat withh Fork video: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় শো ‘রান্নাঘর’র (Rannaghor) হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। দর্শকদের একাংশের কাছে তাঁর পরিচিতি হয়েছিল ‘রান্নাঘরের রানী’ নামে। তবে সাম্প্রতিক অতীতে একাধিক কারণে সমাজমাধ্যমে (Social Media) ট্রোলের (Trolled) শিকার হয়েছেন সুদীপা। সম্প্রতি ফের যেমন কাঁটা চামচ (Fork) দিয়ে পান্তাভাত (Panta Bhaat) খেয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত একটি খাবার হল পান্তাভাত। সঙ্গে তেল, নুন, লঙ্কা এক কথায় একেবারে ফার্স্ট ক্লাস খাবার যাকে বলে। সকালের জলখাবার থেকে শুরু করে রাতের ডিনার- সবসময় পান্তাভাত হিট। এবার সেই পান্তাভাতই কাঁটা চামচ দিয়ে নেটপাড়ায় ট্রোলড হয়েছেন সুদীপা।
‘রান্নাঘর’ সঞ্চালিকা এমন একজন ব্যক্তিত্ব যিনি অতীতে বহুবার ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন। কখনও ফুড ডেলিভারি বয়ের ইস্যুর জন্য, কখনও আবার ছেলেকে সোনার পৈতে পরানো নিয়ে- একাধিকবার একাধিক কারণে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। এক কথায়, পান থেকে চুন খসলেই সুদীপাকে নিয়ে শুরু হয় ট্রোলিং।
সম্প্রতি যেমন সুদীপার একটি লাইভ ভিডিও (Live Video) নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। সম্প্রতি লাইভে এসেছিলেন ‘রান্নাঘর’ সঞ্চালিকা। সেই ভিডিও ঘিরে একাধিক নেতিবাচক মন্তব্য উড়ে এসেছে। কারণে, গুয়াহাটি গিয়ে পান্তাভাত দিয়ে প্রাতঃরাশ করেছেন সুদীপা। তবে টুইস্ট রয়েছে অন্য জায়গায়। সুদীপা ট্রোলড হয়েছেন কারণ তিনি হাত দিয়ে নয়, বরং কাঁটা চামচ দিয়ে কীভাবে পান্তাভাত খেতে হয় তা দেখিয়েছেন।
লাইভ ভিডিওয় সুদীপাকে কাঁটা চামচ দিয়ে পান্তাভাত খেতে দেখে নেটিজেনদের একাংশ তাঁকে ‘ন্যাকা’ তকমা দিয়েছেন। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘বুড়ি তো হয়েছ, আর কত ন্যাকামি করবে’। দ্বিতীয়জনের আবার মন্তব্য, ‘অত্যন্ত নেকুপুশুমুনু মামনি। তাছাড়া ও তেল ছাড়া কিছু বোঝে না’।
আরও পড়ুনঃ তাঁকে ছাড়া ৪৩ বছর! ‘মহানায়ক’ উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ সিনেপ্রেমীরা
আসলে পান্তাভাত সাধারণত হাত দিয়েই খাওয়া হয়। কেউ কেউ অবশ্য চামচ দিয়েও খেয়ে থাকেন। তবে সুদীপা হাত কিংবা চামচ কোনোটাই না, বরং কাঁটা চামচ দিয়ে পান্তাভাত খেয়েছেন। সেই কারণেই নেটিজেনদের একাংশ একহাত নিয়েছেন।