• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়দিন থেকে নিউ ইয়ার, রইল সেলেব্রেশনের জন্য কলকাতার একদম কাছেই ৮টি রিসোর্টের হদিশ

আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। এরপরই এসে যাবে নতুন বছর। ক্রিসমাস (Christmas), বর্ষবরণ (New Year) উদযাপনের জন্য তৈরি হচ্ছে বাঙালি। প্রত্যেক বছর এই সময় নাগাদ অনেক মানুষই আবার ঘুরতে বেরিয়ে পড়েন। কেউ চলে যান অন্য রাজ্যে কিংবা দেশে, কেউ আবার কলকাতার কাছাকাছিই থাকতে চান। আজকের প্রতিবেদনে কলকাতার (Kolkata) কাছাকাছি ৮টি অপূর্ব রিসর্টের (Resort) হদিশ দেওয়া হল, যেখানে এই বছরের বর্ষবরণের জন্য আপনি চলে যেতেই পারেন।

মনদ্বারিকা ইকো রিসর্ট, দ্বারহাটা (Mandwarika Eco resort)- কলকাতা থেকে ১.৫ ঘণ্টার দূরত্বে অবস্থিত এই রিসর্ট। ভারতের প্রথম টায়ার হাউসও এটি। টায়ার এবং মাটি দিয়ে তৈরি এই রিসর্টে এককথায় অপূর্ব। আপনি যদি বছরের শেষের ছুটি প্রকৃতির কাছাকাছি কাটাতে চান তাহলে এখানে চলে যেতেই পারেন। নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, প্রত্যেকদিন ২০০০-২৫০০ টাকা খরচ হবে মনদ্বারিকা ইকো রিসর্টে থাকতে।

   

Mandwarika Eco Resort

ভেদাম ইকো রিসর্ট (Vedam Eco Resort)- বর্ষশেষের ছুটি কাটানোর জন্য আরও একটি দারুণ রিসর্ট হল চুঁচুড়ার ভেদাম ইকো রিসর্ট। শহরের কোলাহলের থেকে দূরে গিয়ে যদি বর্ষশেষের ছুটি কাটাতে চান, তাহলে এখানে চলে যেতেই পারেন। এখানে গেমে গ্রাম্য পরিবেশের সঙ্গেই আধুনিকতার একটি সুন্দর মিশেল দেখতে পারেন।

Vedam Eco Resort

সুন্দরবন গেটওয়ে রিসর্ট (Sundarban Gateway resort)- বর্ষশেষের ছুটিটা যদি কলকাতা থেকে একটু দূরে সুন্দরবনে কাটাতে চান তাহলে সেখানকার গেটওয়ে রিসর্টে চলে যেতেই পারেন। আর আপনার যদি কটেজে থাকার অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে তো এই বছরটা গেটওয়ে রিসর্টে গিয়ে দেখতেই পারেন। গাছগাছালিতে ঘেরা এই রিসর্টে যে কীভাবে সময় কেটে যাবে তা বুঝতেই পারবেন না। নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, এখানে ২রাত ৩ দিন থাকতে প্রত্যেকের ৬৫০০-৭৫০০ টাকা খরচ পড়বে।

Sundarban Gateway Resort

বনবিথি রিসর্ট (Banabithi Resort)- শহরের এই কোলাহলে ভরা জীবন থেকে ক’দিন দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি কে না কাটাতে চায়! গ্রামের শান্ত পরিবেশে বছরের ছুটি কাটাতে চাইলে চলে যেতেই পারেন সোনারপুর ঘটকপুকুরের বনবিথি রিসর্টে।

Banabithi Resort

পুণ্যলক্ষ্মী রিসর্ট (Punyalakshmi Resort)- বছরের শেষ রাতে ক্রুজের মধ্যে বসে ক্যান্ডেল লাইট ডিনার করলে কেমন হয়? ভেবেই দারুণ লাগছে বলুন। এই অভিজ্ঞতা যদি লাভ করতে চান তাহলে চলে যেতেই পারেন ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসর্টে। ইন্টারনেটে পাওয়া তথ্য অনুসারে, নিউ ইয়ার প্যাকেজে এখানে থাকতে গেলে সর্বনিম্ন খরচ পড়বে ৮৫০০ টাকা।

Punyalakshmi resort

ইবিজা দ্য ফার্ন রিসর্ট (Ibiza The Fern Resort)- ক্রিসমাসের সময়ে ডে আউটিংয়ের জন্য যদি কোনও জায়গা খোঁজেন তাহলে ইবিজা দ্য ফার্ন রিসর্টে যেতেই পারেন। ডায়মন্ড হারবারের এই লাক্সারি রিসর্টে আরাম করে গোটা দিন কাটাতে পারবেন। নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুসারে, ক্রিসমাসের সময় বিশেষ ডে আউটিংয়ের জন্য মাথাপিছু ১৯৫০ টাকা খরচ পড়বে।

Ibiza The Fern Resort and Spa

সুন্দরবন হোমস্টে (Sundarban Homestay)- সুন্দরবনে প্রকৃতির কাছাকাছি যদি কাটাতে চান তাহলে সুন্দরবন হোমস্টেতেও থাকতে পারেন। বছর শেষের কয়েকটা দিন হোক বা সপ্তাহান্তের ছুটি, এই জায়গা সবকিছুর জন্যই একেবারে পারফেক্ট।

Sundarban Homestay

বাওয়ালি রাজবাড়ি (Bawali Rajbari)- তালিকার সর্বশেষ নামটি হল বাওয়ালি রাজবাড়ির। বর্ষশেষের ছুটিটা যদি একটু রাজকীয়ভাবে কাটাতে চান তাহলে এই জায়গাটি একেবারে পারফেক্ট।

Bawali Rajbari

বাওয়ালি রাজবাড়ির প্রত্যেকটি কোণায় রয়েছে রাজঘরানা এবং প্রাচীনত্বের অপূর্ব মিশেল। তাহলে আর দেরি কেন, এই বছরের বর্ষশেষের ছুটির জন্য চলে যান আপনার পছন্দের রিসর্টে।