• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুকেশ আম্বানি থেকে রিতেশ দেশমুখ, পুরো ভারতে মাত্র ৪ জনের কাছে রয়েছে টেসলা গাড়ি, রইল তালিকা

মার্কিন মুলুকের বাসিন্দা জিনিয়াস ইলন মাস্কের (Elon Musk) ইলেকট্রিক টেসলা (Tesla) গাড়িগুলোর বিশ্বজোড়া খ্যাতি নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বিলাসবহুল এই গাড়ির সাশ্রয়ী মূল্য এটিকে গ্রাহকদের কাছে বিশেষ ভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে টেসলার প্রতিষ্ঠাতা এবং সিইও ইলন মাস্কের অবিরাম প্রচেষ্টা সত্ত্বেও, এই গাড়ি এখনও পর্যন্ত ভারতে চালু হয়নি। তবে আমাদের দেশে এমন চারজন নাগরিক রয়েছেন যাদের কাছে এই বিলাসবহুল টেসলা গাড়ি রয়েছে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে এই ৪ জনের তালিকা।

১) মুকেশ আম্বানি (Mukesh Ambani)- টেসলা মডেল এস ১০০ ডি

   

ইলন মাস্ক,Elon Musk,টেসলা,Tesla,মুকেশ আম্বানি,Mukesh Ambani,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,প্রশান্ত রুইয়া,Prashant Ruia,পুজা বাত্রা,Pooja Batra

দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়াতে একটি বহুতল গ্যারেজ রয়েছে। সেখানে ১৬৮টিরও বেশি গাড়ির জন্য জায়গা রয়েছে। সেই গ্যারেজে একটি রোলস রয়েস, বেন্টলে এবং মার্সিডিজের পাশাপাশি একটি টেসলা গাড়ি রয়েছে। জানা গেছে গত বছরেই এই গাড়িটি কিনেছিলেন ভারতের এই ধন কুবের। এই গাড়িটির সর্বোচ্চ গতি ২৫০ কিমি প্রতি ঘন্টা এবং এটিতে একবার চার্জ দেওয়া হলে এটি ৪৯৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আম্বানির এই গাড়ির দাম প্রায় দেড় কোটি টাকা। জানা যায় মুকেশ আম্বানি এই গাড়িটি তার স্ত্রী নীতা আম্বানির জন্মদিনে তাকে উপহার দিয়েছিলেন। এই গাড়িটির মূল্য ৬০০ কোটি টাকা।

২) রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) – টেসলা মডেল এক্স

ইলন মাস্ক,Elon Musk,টেসলা,Tesla,মুকেশ আম্বানি,Mukesh Ambani,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,প্রশান্ত রুইয়া,Prashant Ruia,পুজা বাত্রা,Pooja Batra
বলিউডের জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখের ৪০তম জন্মদিনে, তার স্ত্রী জেনেলিয়া ডি’সুজা তাকে একটি দুর্দান্ত টেসলা গাড়ি উপহার দিয়েছিলেন। এই বিলাসবহুল গাড়িটি সেভেন সিটার এবং এটি ৩ সেকেন্ডে ০ থেকে ১০০কিমি/ঘণ্টা গতি সম্পন্ন। টেসলা মডেল এক্স একবার চার্জ দিলে প্রায় ৪৭৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। জানা যায় অসাধারণ এই গাড়িটির দাম প্রায় ২ কোটি টাকা।

৩) প্রশান্ত রুইয়া (Prashant Ruia) – টেসলা মডেল এক্স

ইলন মাস্ক,Elon Musk,টেসলা,Tesla,মুকেশ আম্বানি,Mukesh Ambani,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,প্রশান্ত রুইয়া,Prashant Ruia,পুজা বাত্রা,Pooja Batra
এসার গ্রুপের সিইও প্রশান্ত রুইয়া হলেন প্রথম ভারতীয় যিনি টেসলা গাড়ি কিনেছেন। প্রশান্ত ২০১৭ সাল থেকে একটি টেসলা গাড়ির মালিক। নীল টেসলা মডেল এক্সের মালিক তিনি। এটি বিশ্বের দ্রুততম ইলেকট্রিক এসইউভি। এই গাড়িতে দুটি বৈদ্যুতিক এসইউভি মোটর আছে। ৭ টি আসন সম্পন্ন এই গাড়িটি নিজের গন্তব্য স্থলে ৪.৮ সেকেন্ডে ১০০ কিলোমিটার বেগে পৌঁছায় ।

৪) পুজা বাত্রা (Pooja Batra) –টেসলা মডেল ৩

ইলন মাস্ক,Elon Musk,টেসলা,Tesla,মুকেশ আম্বানি,Mukesh Ambani,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,প্রশান্ত রুইয়া,Prashant Ruia,পুজা বাত্রা,Pooja Batra
ভারতের টেসলা গাড়ির মালিকদের এই তালিকায় রয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া প্যাসিফিক তথা বলিউড অভিনেত্রী পুজা বাত্রা। জানা গেছে অভিনেত্রীর কাছে রয়েছে জনপ্রিয় এন্ট্রি লেভেল টেসলা মডেল থ্রি। বলা হয় এই গাড়িটি সবচেয়ে জনপ্রিয় এবং সস্তা টেসলা গাড়ি। এই গাড়িটিতে একবার চার্জ দেওয়া হলে ৩৮৬ কিলোমিটার যেতে পারে। এবং এই গাড়ির সর্বোচ্চ গতি ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা