• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধ হতে চলেছে ১০ টি টিভি সিরিয়াল! এদের মধ্যে থাকতে পারে আপনার প্রিয় ধারাবাহিকও

করোনা মহামারীর সময় লকডাউনের জেরে সমস্ত টিভি সিরিয়ালের (TV Serial)শুটিং বন্ধ হয়ে যায়। লকডাউন উঠলেও অনেক সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে রয়েছে। আনলক পর্বে কিছু সিরিয়েল শুরু হলেও কিছুদিন চলার পরেই আবার কিছু সিরিয়েল বন্ধ হয়ে গেছে। যদিও সিরিয়াল গুলির বন্ধ হবার পিছনে ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। আসুন এবার জেনে নি কেন এই সিরিয়ালগুলি বন্ধ হয়ে গেল!

১. শুভারম্ভ (Subharambh)

   

গত বছর ডিসেম্বর মাসে পথ চলা শুরু করেছিল সিরিয়ালটি। কিন্তু এই সিরিয়ালটি বন্ধ হতে চলেছে। সিরিয়ালের চূড়ান্ত শুটিং গত শনিবার শেষ হয়ে গিয়েছে। সিরিয়ালের প্রধান চরিত্রের অভিনেত্রী মহিমা মাকওনার মতে সিরিয়ালটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। কিন্তু কেন এই সিরিয়ালটি এতো অল্পসময়ে বন্ধ হয়ে যাবে তা এখনো জানা যায়নি।

২.আকবর কে বল বীরবল (Akbar Ka Bal Birbal)

এই সিরিয়ালটি মূলত আকবরের কাহিনী নিয়ে। ল্যাকডাউন শেষ হলে অগাস্ট মাসের শেষের দিকে শুরু হয়েছিল সিরিয়ালটির শুটিং। কিন্তু এই সিরিয়ালটিও নভেম্বর মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হবার কারণ হিসাবে মূলত টিআরপি কেই ধরা হচ্ছে। সিরিয়ালটি শুরু হয়ে ঠিক মত ২ মাসও হয়নি, এরই মধ্যে শেষ হচ্ছে সিরিয়ালটি।

৩. গ্যাংস অফ ফিল্মিস্থান (Gangs of Filmisthan)

গ্যাংস অফ ফিল্মিস্থান নামক একটি কমেডি শো চলতি বছরের অগাস্টে শুরু হয়েছিল লকডাউন ওঠার পরে। কিন্তু এই শোটি ২৪ অক্টোবরেই শেষ হয়ে গেছে। কারণ হিসাবে শো এর প্রযোজক প্রীতি সিমোস বলেছেন,’আমরা চ্যানেলের সাথে ৫০ দিনেই চুক্তি করেছিলাম’। অর্থাৎ ৫০ পর্বের পরেই বন্ধ হবার কথা ছিল শোটি আর হলোও তাই।

৪. কাহাত হনুমান জয় শ্রী রাম (Kahat Hanuman – Jay Sree Ram)

গত বছরের অক্টোবর মাসে পরাণিক কাহিনী নিয়ে শুরু হয়েছিল এক সিরিয়াল কাহাত হনুমান জয় শ্রী রাম। কিন্তু পৌরাণিক কাহিনীর এই সিরিয়ালটি দর্শক মনে সারা জাগাতে পারেনি। যার ফলে এবছর ৯ই অক্টোবর সত্যি বন্ধ হয়ে যায়। অবশ্য সেপ্টেম্বর মাসেই সিরিয়ালের অভিনেত্রী স্নেহা ওয়াগ জানিয়েছিলেন যে সিরিয়ালটি বন্ধ হতে চলেছে। এক কথায় এই সিরিয়ালটিও টিআরপি না পেয়ে বন্ধ হয়ে  গেছে।

৫. ইয়ে যাদু হ্যায় জিন কা (Ye Jaadu Hai Jinn Ka)

গত বছর অক্টোবর মাসে পথ চলা শুরু করেছিল এই সিরিয়ালটি। প্রথম সম্প্রচারের পর বেশ জনপ্রিয় হয়েছিল সিরিয়ালটি। তবে লকডাউনের পর শোটি তেমন সারা ফেলতে ব্যর্থ হয়। অথচ সিরিয়ালের জন্য ভিএফএক্স ও অরে পারিপার্শিক ব্যয় বেড়েই চলেছিল তাই এই সিরিয়ালটি বন্ধ হয়ে যেতে চলেছে শীঘ্রই। এর বদলে ইমলি নামক একটি সিরিয়াল শুরু হতে চলেছে।

৬. প্যার কি লুকা ছুপি (Pyaar Ki Luka Chupi)

হিন্দি ভাষার এই সিরিয়ালটি গত বছর ডিসেম্বর মাসে শুরু হয়েছিল। তবে এই এবছর সেপ্টেম্বর মাসেই শেষ হয়ে গিয়েছে। শোটি হটাৎই বন্ধ হয়ে যায়। সিরিয়ালের প্রধান অভিনেতা রাহুল শর্মা এব্যাপারে বলেন, ‘আমার এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে সিরিয়ালটি বন্ধ হতে পারে’। তার মতে সিরিয়াল টি মানুষের বেশ মনে ধরে ছিল। কিন্তু চ্যানেল ও প্রযোজক সিরিয়ালটি চালাতে রাজি না থাকায় বাধ্য হয় বন্ধ করে দিতে হয় সিরিয়ালটি।

৭. কসৌতি জিন্দেগি ২ (Kasauti  Zindegi Ki 2)

এই সিরিয়ালটি বেশ জনপ্রিয় সিরিয়াল ছিল। ২০১৮ সাল থেকে চলে আসা এই সিরিয়াল টি লকডাউনে ওপর শেষ হয়ে যায়। সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের মতে শেষ সময় সিরিয়ালের টিআরপি তেমন প্রতাশ্যজনক ফল দেয়নি। তাছাড়া নতুন একটি ধারাবাহিক আনার জন্যও শেষ করতে হয়েছিল এই সিরিয়ালটি।

৮. পবিত্র রিশতা (Pavitra Rishta)

লকডাউনের পর এবছর অক্টোবর মাসে এই সিরিয়ালটিও বিদায় নিয়েছে টিভির পর্দা থেকে। তবে সিরিয়াল টি কি কারণে বন্ধ হয়ে যায় তা এখনো ঠিক স্পষ্ট নয়।

৯. ইশক সুবহান আল্লাহ (Ishq Subhan Allah)

২০১৮ সাল থেকে চলে আসা এই সিরিয়ালটিও লকডাউনের পর শেষ হয়েছে। ২রা অক্টোবর সিরিয়ালটি শেষ টিভির পর্দায় দেখা গিয়েছিল। লকডাউনের আগে সিরিয়ালটির টিআরপি ভালো থাকলেও লকডাউনের পরে তা পড়ে যায়। যার ফলে সিরিয়াল নির্মাতারা সিরিয়ালটি ধীরে ধীরে বন্ধ করে দেয়।

১০. মেরে ডাড কি দুলহান (Mere Dad Ki Dulhan)

শ্বেতা তিওয়ারি এবং বরুণ বদলার সিরিয়াল ‘মেরে বাবা কি দুলহান’ দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। গত বছর নভেম্বর মাসেই শুরু হয়েছিল সিরিয়ালটি। কিন্তু একটি ভালো গল্পেরও শেষ থাকে। তাই এই সিরিয়ালটিও বন্ধ হয়েছে।